প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৫, ২০২৫, ১২:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২২, ২০২৪, ৭:০২ অপরাহ্ণ
এইচএসসি ২০০২ ব্যাচের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

মোঃ সাইফুল ইসলাম - সংবাদের পাতা:
“বন্ধু হোক মনে পানে ” এই শ্লোগানকে সামনে রেখে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ও আনন্দ উচ্ছ্বাসের মধ্য দিয়ে সমিরউদ্দিন স্মৃতি মহাবিদ্যালয়ের এইচএসসি ২০০২ ব্যাচের ঈদ পুনর্মিলনী-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ জুন বিকাল ৪ টায় সমিরউদ্দিন স্মৃতি মহাবিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠানের আয়োজন করা হয়। কোরআন তেলোয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়ে নানা কর্মসূচির অনুষ্ঠিত হয়। এরপর এইচএসসি ব্যাচ ২০০২ এর প্রয়াত বন্ধু ও প্রয়াত শিক্ষকদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। প্রবাসী কল্যাণ ব্যাংকের কর্মরত আহসানুল্লাহ ও লেকচার রবিউল ইসলাম ও ডাক্তার মোতালেব হোসেন এর সঞ্চালনায় এ মিলোন মেলার আয়োজন করা হয়।
কলেজের প্রিয় বন্ধুদের সাথে মিলিত হতে পেরে বাঁধভাঙ্গা উচ্ছ্বাসে মেতে ওঠেন এইচএসসি-২০০২ ব্যাচ বন্ধুরা। ফটোসেশন, মধন্যভোজ, মিষ্টি খাওয়া ছাড়াও নিজেদের সুখ-দুঃখের গল্পে মেতে ওঠে বন্ধুরা। সারা বিকেল বেলায় বন্ধুদের এই মিলনমেলায় অজস্র স্মৃতিচারণ প্রাণের সঞ্চালন হয় মহাবিদ্যালয় প্রাঙ্গণে।
© 2023 - দৈনিক সংবাদের পাতা