সবার কথা বলে

ত্যাগের মহিমা

0 99
ত্যাগের মহিমা
খান তন্ময়
ত্যাগের মহিমা নিয়ে
এলো কুরবানীর ঈদ,
কীভাবে করবো বরণ
ভেবে নাই চোখের নিঁদ।
মনের মাঝে নফ্স আত্মারা
আছে সবার যতো,
ত্যাগ করে সব পবিত্র হও
সদ্য শিশুর মতো।
যেমন করে ত্যাগী হলেন
ইব্রাহীম ইসমাইল,
তেমনি ত্যাগী হই সবাই
নিঃস্ব করে দীল।
শত বছরের ইতিহাসে
খুঁজে ফিরি কুরবানীর মহিমা,
সৃষ্টিকর্তা মানবের মাঝেই
দিলেন ত্যাগের উপমা।
কুরবানীর ত্যাগের বাণী
ছড়িয়ে গেছে সমগ্র বিশ্বময়,
সেই ত্যাগ দিশার আলো
ছড়িয়ে দেন হে দয়াময়।
এমনভাবে নিজেকে যদি
গড়তে পারি তবে,
কুরবানীর ঈদ উৎসব
সফল সবার হবে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.