সবার কথা বলে

গলাচিপায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্বোধন

0 55

গলাচিপায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্বোধন।

বিশেষ সংবাদদাতা – মু. জিল্লুর রহমান জুয়েল:

পটুয়াখালীর গলাচিপায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনূর্ধ্ব ১৭র শুভ উদ্বোধন করা হয়।

২১ জুন শুক্রবার বিকেল ৫ টার সময় গলাচিপা পৌরসভার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে জাতীয় পতাকা, পায়রা ও বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি জাতীয় সংসদ সদস্য পটুয়াখালী – ৩ আসনের (এমপি) এস এম শাহজাদা। তিনি তার বক্তব্যে বলেন খেলা একমাত্র আমাদের সুস্থ বিনোদন। খেলাধুলার মাধ্যমে আমাদের শারীর সুস্থ থাকে। খেলাধুলা মাদক, সন্ত্রাস ও ডিজিটাল আসক্তি থেকে আমাদেরকে দূরে রাখে। তাই যুবসম্প্রদায় এবং ভবিষ্যৎ প্রজন্মকে লেখা পড়ার পাশাপাশি খেলা ধুলায় মনোযোগী হতে হবে। এ ব্যাপারে তিনি মাননীয় প্রধানমন্ত্রী’র পক্ষ থেকে আমি সর্বাত্মক সহযোগীতা করার আশ্বাস প্রদান করেন।

এসময়ে গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা চেয়ারম্যান মু. শাহিন, জেলা পরিষদের সদস্য মাইনুল ইসলাম রনো, উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ আবু বকর শিবলী সহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বিভিন্ন খেলা প্রেমী জনসাধারণ এবং গণমাধ্যম বৃন্দরাও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য গলাচিপা উপজেলা মোট ১২ টি ইউনিয়ন এবং এক পৌর সভা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনূর্ধ্ব ১৭’র টিম গঠন করা হয়।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.