সবার কথা বলে

বালিয়াডাঙ্গীতে আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

0 66
বালিয়াডাঙ্গীতে আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন।
মোঃ সাইফুল ইসলাম – সংবাদের পাতা:
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
রবিবার ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী ব্যাপক উৎসব মুখর পরিবেশে পালন করা হয়। দিনের শুরুতেই বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন,  নিরবতা পালন এবং দোয়ার মাধ্যমে দিনব্যাপী কার্যক্রমের শুভ সূচনা করা হয়।এর আয়োজনে ছিলেন ঠাকুরগাঁও -২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন এমপি মহাদয় উপজেলার আওয়ামী লীগের নেতাকর্মীরা।
পরে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়প থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও -২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন এমপি মহাদয়। উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জুলফিকার আলি। অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ সফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আবু হাসনাত বাবু, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান ভাসানী, ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাজেদুল ইসলাম,ও নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান সিমা আক্তার, উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ সহ  অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও বিপুলসংখ্যক কর্মী সমর্থক ।
এদিকে বালিয়াডাঙ্গী শহীদ মিনারে সামনে জাতীয় চার নেতার প্রতিকিতির সামনে আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ঠাকুরগাঁও – ২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন সহ নেতাকর্মীবৃন্দ দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং দোয়া খায়ের করেন।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.