মোঃ মিরাজ শেখ, মাগুরা জেলা প্রতিনিধি:
মাগুরা রিপোর্টার্স ইউনিটির ঈদ পুনর্মিলনী ২০২৪, ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ জুন বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭:৩০ মিনিটে সদর উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এই অনুষ্ঠান উদযাপিত হয়। মাগুরা রিপোর্টোর্স ইউনিটির আয়োজনে এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাগুরা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এইচ, এন কামরুল ইসলাম। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক, গবেষক, কলামিস্ট আমেরিকান প্রবাসী এম ইসলাম মাসুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সময় টেলিভিশনের নিয়মিত সংবাদ পাঠিকা খান তাজনিন আহসান, ও দৈনিক অর্থ বাণিজ্য সংবাদের বাংলাদেশ সচিবালয় বিটের নাজমুস সাদাত জহির। জিল্লুর রহমানের সঞ্চালনায় অতিদেরকে ফুল দিয়ে বরণ করার মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
দীর্ঘ আলোচনা শেষে রাত্র ১০.৩০ মিনিটে অনুষ্ঠানের কার্যক্রম শেষে নৈশ ভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। সভাই অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন মাগুরা রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান মিরাজ, কোষাধক্ষ্য খন্দকার নজরুল ইসলাম মিলন, সহ-সাংগঠনিক সম্পাদক ইমান উদ্দিন, ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক এস এম শিমুল রানা, কার্যকরী সদস্য রিকো সিকদার, মিজানুর রহমান, মহসিন বিশ্বাস, ইমরান হোসেন, সালাউদ্দিন শিমুল, পাভেল বিশ্বাস, সাইফুল ইসলাম পাপ্পু, মন্নুজান, মোঃ সিরাজুল ইসলাম টোকন, মোঃ মিরাজ শেখ সহ সংগঠনের নতুন পুরাতন মোট ৪৫ জন সদস্য বৃন্দ।
সকল সদস্যরা নেতৃবৃন্দের কাছে সাংগঠনিক কার্যক্রম ধীরগতি হওয়ার ব্যাপারে কারণ দর্শানোর জোর দাবি জানায় এবং বিগত দুই বৎসর কোন কাউন্সিল হয় নাই মর্মে অভিযোগ তুলে অনতিবিলম্বে দীর্ঘদিনের মেয়াদ উত্তীর্ণ এই চলমান কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটি গঠনে করার জোর দাবি জানান। এই প্রস্তাবের প্রেক্ষিতে চলমান কমিটি ভেঙে দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করে এবং দ্রুত সময়ের মধ্যে একটি আহবায়ক কমিটি ঘোষণা দিয়ে তাদের হাতে একটি নির্দিষ্ট সময়ের জন্য সংগঠন পরিচালনার দায়িত্ব অর্পণ করার সিদ্ধান্ত গ্রহণ হয়।
পরবর্তীতে আহ্বায়ক কমিটি একটি নির্দিষ্ট মেয়াদের মধ্যে প্রয়োজন বুঝে ইলেকশন অথবা সিলেকশনের মাধ্যমে পূর্ণাঙ্গ একটি নতুন কার্যকরী পরিষদের কমিটি গঠন করবে বলে সিদ্ধান্তে গ্রহণ করা হয়।