প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ১:১৮ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৩, ২০২৪, ১০:২৯ অপরাহ্ণ
সৈয়দপুরে গরীব শিক্ষার্থীদের মাঝে কোরবানীর মাংস বিতরণ
মোঃ মাসুদুর রহমান - (নীলফামারী) প্রতিনিধিঃ
নীলফামারীর সৈয়দপুরে শহরের বসবাসরত ঝড়ে পড়া শিক্ষার্থীদের আবার শিক্ষায় ফিরিয়ে আনা এবং শিক্ষা কার্যক্রমে সার্বিক সহযোগিতা এবং কোরবানী দেওয়ার সামর্থ নেই এরুপ অসহায় পরিবারের গরীব অসহায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে হিউম্যানিটি ইন ডিসট্রেস (হিড) এর অর্থায়নে ফ্রেন্ডস অফ হিউম্যানিটি (এফওএইচ) সংস্থার উদ্যোগে বুধবার দুপুরে (১৯ জুন) ১ কেজি ৩শ’ গ্রাম করে মাংস বিতরণ করা হয়েছে।
ঈদের দিন থেকে ঈদের ৩য় দিন পর্যন্ত প্রায় ১হাজার ২শ’ ৯০ জন এরুপ অসহায় পরিবারের গরীব শিক্ষার্থীদের মাঝে মাংস বিতরণ করে এফওএইচ’ সংস্থাটি।
সৈয়দপুর শহরের গোলাহাটে অবস্থিত এফওএইচ প্রাইমারী স্কুলে এইচওএইচ সংস্থার কো-অরডিনেটর আব্দুল লতিফের সভাপতিত্বে এ উপলক্ষে অনুষ্ঠিত বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এফওএইচ’ এর কান্ট্রি ডিরেক্টর ওসামা জালাল।
বিশেষ অতিথি ছিলেন হিড এর ভাইস চেয়ারম্যান এম এ বারি, ক্যাম্প উন্নয়ন কমিটির সভাপতি মাজিদ ইকবাল প্রমুখ। বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এফওএইচ’ এর প্রধান শিক্ষক আইশা সিদ্দিকা, শিক্ষক ফারজানা আক্তার, বাবলি প্রমুখ।
অনুষ্ঠানে এফওএইচ এর কান্ট্রি ডিরেক্টর ওসামা জালাল জানান, প্রতিষ্ঠানটির পক্ষে এসব গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে মাংস বিতরনের জন্য সৈয়দপুরে ২৫টি গরু ২৫টি ছাগল, রংপুরে ১০টি গরু ও ঢাকায় ৩টি গরু কোরবানী দেওয়া হয়েছে।
© 2023 - দৈনিক সংবাদের পাতা