সবার কথা বলে

সৈয়দপুরে ৬৮ বছরের বৃদ্ধ ৫ম শ্রেনীর ছাত্রীকে ধ র্ষ নের চেষ্টা:বৃদ্ধ আটক 

0 100
সৈয়দপুরে ৬৮ বছরের বৃদ্ধ ৫ম শ্রেনীর ছাত্রীকে ধ র্ষ নের চেষ্টা:বৃদ্ধ আটক 
মোঃ মাসুদুর রহমান – (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর সৈয়দপুরে উত্তরা আবাসনে ২৩শে জুন (রবিবার) এক স্কুলছাত্রী যৌন হয়রানীর শিকার হয়েছে। এ ঘটনায় সৈয়দপুর থানায় ওই স্কুলছাত্রীর বাবা নিজে বাদী হয়ে আজ সকাল ১০ টায় মামলা দায়ের করেছে। পুলিশ খবর পেয়ে মো আকতার হোসেন (৬৮) পিতা মৃত ছপি উদ্দিন নামে ওই বৃদ্ধকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করেন।
মো আকতার হোসেন (৬৮) পিতা মৃত ছপি উদ্দিন
সে উত্তরা আবাসন (ঢেলাপীর) প্রকল্পের নতুন ঘরের নাইট গার্ড হিসেবে দায়িত্বরত ছিলেন। তার বাসা নং ৩১/৭ উত্তরা আবাসন, সৈয়দপুর নীলফামারী।
মামলার এজাহারে জানা যায়, মোছা: তানভীর (১১) আবাসন সরকারী বিদ্যালয়ের ৫ম শ্রেনীর ছাত্রী। তানভীরের বাবা মো ওয়াসিম বলেন, নাইট গার্ড আকতার নতুন ঘরের দরজা খোলার জন্য ২ দিন পূর্বে আমাদের বাসা থেকে প্লাস নিয়ে যায়। আমি আমার মেয়েকে সকালে হোটেল থেকে পরাটা আনতে পাঠাই। পরাটা নিয়ে ফেরার পথে আসামী আকতার প্লাস দেবার কথা বলে তার বাসায় ডেকে নিয়ে যায়। তখন জোরপূর্বক আমার কন্যার হাত ধরে ঘরের ভিতরে নিয়ে যায়। ঘরের দরজা লাগাইয়া যৌন হয়রানী করে। আমার মেয়ে চিৎকার করে বাড়িতে এসে  জ্ঞান হারায় ফেলে। আমার ছেলে মো রাব্বী  জিজ্ঞাসাবাদের জন্য তৎক্ষনাত আসামীকে বাসা থেকে ডাকিয়া আমাদের বাড়িতে আনলে,  আসামী পক্ষের লোকজন গন্ডগোল সৃষ্টি করলে জাতীয় জরুরী সেবা নম্বর ৯৯৯ নম্বরে ফোন করলে ঘটনাস্হলে পুলিশ উপস্হিত হইয়া আসামী আকতার (৬৮) কে আটক করে সৈয়দপুর থানায় নিয়ে যায়।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহা আলম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ বিষয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে। মামলা নং ২৪ / ২০২৪। আসামীকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.