কি যে ভ্যাপসা গরম প্রকাশিত: জুন ২৪, ২০২৪ 0 62 Share কবিতাঃ কি যে ভ্যাপসা গরম। কবিঃপারভিন খাতুন রশিদা। কি যে ভ্যাপসা গরম! নেই বুঝি খোদার রহম? না আছে রোদ মিষ্টি, না আছে রহমতের বৃষ্টি। ধোয়া ধোয়া মেঘ উড়ছে যেন আকাশপুরে, গরম হাওয়ায় মরছি ডুবে যমপুকুরে। ফ্যান ঘুরছে তবুও শরীর ঘামছে লাগেনা গায়ে হাওয়া, বৃক্ষ দাড়িয়ে পল্লব স্থীর এ তব সৃষ্টিকর্তারই চাওয়া। বকুল শাখায় ফুল ফোটে না, বসেনা আর পাখি, ঘুম আসেনা দু’চোখে আমার ব্যথাতুর দুই আঁখি। মন উদাসী,বন উদাসী, ঘোলাটে পুকুর জল, এ যেন আমারই পাপের কর্ম ফল। হে খোদা……. ক্ষমা করো। আমার হৃদয় থেকে উন্মোচন করো পাপের আবরণ, জ্বালিয়ে দাও আলোর শিখা…. ঈমানের সাথে চলি যেন করি সত্য আচরণ। হে খোদা…….. আবহাওয়া সুন্দর ঘটাও, দাও রোদ মিষ্টি। ধোয়া ধোয়া মেঘ থেকে ঝরাও তুমি রহমতের বৃষ্টি। তারিখঃ ১৮/০৬/২০২৪