0 103

মৃ ত্য ঘাতি আতংকের নাম রাসেল ভাইপার
সংবাদের পাতা – নিজস্ব প্রতিবেদক:
রাসেল ভাইপার এখন এক মৃত্যুঘাতি আতংকের নাম। রাসেল ভাইপার সম্পর্কে বিজ্ঞানী প্রেড্রিক রাসেল ১৭৯৭ সালে তার প্রকাশিত এক বইতে লিখেন যে এটি পৃথিবীর খুব বেশি বিষধর সাপের মধ্যে একটি। এটি কামড় দিলে মানুষ খুব দ্রুত মৃত্যুর কোলে ঢেলে পড়ে। তিনি আরো বলেন এ সাপের এন্ট্রি ইনজেকশন দেওয়া হলে ২৫দিনের মাথায়ও এ রোগী মারা যেতে পারে। তাই সর্বত্রই সাবধান থাকতে হবে।
বলছি বর্তমানে প্রাণঘাতি আলোচিত রাসেল ভাইপার সাপের কথা। ভারত থেকে আগত পানির স্রোতের সাথে বাংলাদেশের নিম্নাঞ্চল এলাকায় এই সাপের আনাগোনা দেখা গেলে বেশ কিছুদিন ধরে ফসলি জমিতে, বাড়ির আঙ্গিনায় বা ঘরের কোনে দেখা মিলছে বিরল এই বিষধর সাপের।যা মানুষকে আতঙ্কের মধ্যে তরান্বিত করে।
নিম্নাঞ্চল থেকে সাগরের কোল ঘেষে কিংবা নদীর পানির সাথে ছড়িয়ে যাচ্ছে সারা বাংলাদেশে।গতকাল সীতাকুণ্ড গুলিয়াখালী সীবিচ এ ও দেখা মিলে এই সাপের। সাপের ভয়ে সাধারণ মানুষের মাঝে আতংক সৃষ্টি করে।
এ ব্যাপরে স্নেক রেসকিউ টিম বাংলাদেশের সভাপতি জনাব মো: রাজু আহমেদ জানান তিনি বা তার টিম সর্বদা এ সাপ উদ্ধার করতে প্রস্তুত। তিনি সবাইকে সতর্কতার সাথে বলেন, সাপ মারতে গিয়ে নিজে সাপের কামড়ে শিকার হবেন না। বরং আমাদের কে জানালে আমরাই বিনামূল্যে দ্রুত উদ্ধার বিপদ মুক্ত করবো বলে এমনটাই আশান্বিত করেন।