প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ১২:৪১ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৫, ২০২৪, ৪:৩৬ অপরাহ্ণ
চিরন্তন
কবিতা- চিরন্তন
সৃজনে - সঞ্জয় ঘোষাল
রামধনু রঙে মেঠো আঁকা বাঁকা পথ - ওই যে গিয়েছে দূরে…..
কঙ্কাবতীর ধারে ,
সেথায় আমার হারিয়েছে মন - চিরহরিতের ফাঁকে।।
নদীর জলে এঁকে বেঁকে ঢাল - কোন তরঙ্গ খেলে ?
মনে পড়ে যায় যৌবন আমার..ভেসেছিল সেই চেনা বাউলের সাথে !
ভোরের বেলা - সে তুলেছিল ফুল ডালি হাতে কঙ্কণ ঝংকারে ,
নিদ্রা আমার কেটেছিল সেই শ্রুতিমধুর সুবাস ঘ্রাণে ।
কি অপূর্ব দৃশ্য পথিক - বলি সে কেমন করে ?
স্বর্গ হতে নেমেছিল পরী - পল্লি প্রকৃতি মাঝে !
পলাশ বর্ণে রূপ যৌবন তার অষ্টধাতুর তেজ !
তাই দেখে আমি ভুলেই গিয়েছিলাম রূপেই মুগ্ধ রেশ !
ভঙ্গুর শরীরে সর্পিল ভাঁজে দিলো, সে,যে -সাড়া ,
মুগ্ধ চোখে সে অতলস্পর্শে আমি যে, নির্বাক- দিশেহারা !
এ যে বৃথা চেষ্টা আমার প্রেমের চয়ন গেঁথে,
জানি না হবে যে কোথায় ভেসে-পাবো কি তোমায় শেষে ??
ইন্দ্রধনুর রঙে মেঠো আঁকা বাঁকা পথ - ওই যে গিয়েছে দূরে…..
কঙ্কাবতীর ধারে ,
সেথায় আমার হারিয়েছে মন চির পলাশের বসন্ত মাঝে ।।
২২/০৬/২৪-বাৰিষা
কলিকাতা..
© 2023 - দৈনিক সংবাদের পাতা