ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ১০৫ গ্ৰাম গাঁজা সহ মাসুদ রানা (২৭) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বালিয়াডাঙ্গী থানা পুলিশ।
মঙ্গলবার রাতে বালিয়াডাঙ্গী থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনাকালে উপজেলার ৪ নং বড়পলাশবাড়ী ইউনিয়নের বালিয়া বাজার হইতে কুশৌলডাঙ্গী বাজার গামি পাকা রাস্তার উপর থেকে ১০৫ গ্ৰাম গাঁজা সহ তাকে হাতেনাতে আটক করা হয়। আটককৃত মাসুদ রানা
বালিয়াডাঙ্গী উপজেলার ৬ নং ভানোর ইউনিয়নের ধনী পাড়া গ্ৰ্যামের এরশাদুল হক এর ছেলে।
এবিষয়ে জানতে চাইলে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ কবির জানান, পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে ১০৫ গ্ৰাম গাঁজা সহ আটক করা হয়েছে।এ বিষয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।