সবার কথা বলে

সু শৃঙ্খল কর্ম দক্ষতায় সকল কাজের স্বচ্ছতা প্রকাশ

0 61

সু শৃঙ্খল কর্ম দক্ষতায় সকল কাজের স্বচ্ছতা প্রকাশ পায়, পটুয়াখালী জেলা প্রশাসক নূর কুতুবুল আলম।

 

বিশেষ প্রতিনিধি – মু. জিল্লুর রহমান জুয়েল:

পটুয়াখালীর গলাচিপা উপজেলা পরিদর্শন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিট্রেট জনাব, নূর কুতুবুল আলম।

৯ জুলাই মঙ্গলবার বেলা এগারোটার দিকে তিনি গলাচিপায় আগমন করেন, প্রথমে থানা পরিদর্শন করেন, পরে গলাচিপা সদর ইউনিয়ন পরিদর্শন করেন,এসময়ে ওসি তদন্ত ও ভারপ্রাপ্ত অফিসার্স ইনচার্জ মোকাম্মেল তাকে ফুল দিয়ে বরণ করে সন্মান প্রদর্শন করেন, পরে সদর ইউনিয়নে ঘূর্ণি ঝড় ক্ষতিগ্রস্ত ১০ জনের মাঝে নগত অর্থ ও ত্রাণসামগ্রী বিতরণ, উপজেলা ভূমি অফিস পরিদর্শন ও বৃক্ষ রোপন করেন।

পরে গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন ও গলাচিপা বন কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন এর সহযোগীতায় ছাত্র- ছাত্রীদের মাঝে বিভিন্ন ফলজ- বনজ গাছের চারা বিতরণ শেষে উপজেলা প্রযুক্তি মেলার প্রতিটি স্টোল পরিদর্শন, শিল্পপকলা একাডেমী, অফিসার্স ক্লাবে নির্বাহী অফিসার মহিউদ্দিন আল হেলাল এর সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় যোগ দেন। পরে তিনি গলাচিপা পৌরসভা পরিদর্শন করেন এসময়ে পৌর মেয়র আহসানুল হক তুহিন তাকে ফুলেরতোড়া দিয়ে বরণ করেন। পরে তিনি বেলা তিন টায় বাউফল উপজেলায় রওনা করেন।

এ সময়ে প্রধান অতিথি পটুয়াখালী জেলা প্রশাসক, জনাব, নূর কুতুবুল আলম, উপজেলা পরিষদেরম চেয়ারম্যান ওয়ান মার্রজিয়া (নিতু),নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল, সহকারি কমিশনা (ভূমি) মোঃ নাসিম রেজা, নূরসাত জাহান ইথিনা, সহকারি কমিশনার ( ভূমি) পটুয়াখালী,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: জহিরুন্নবী, কৃষি অফিসার আরজু আক্তার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাস, বীর মুক্তিযোদ্ধা মোঃ নিজাম উদ্দিন তালুকদার, এবং গলাচিপা সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসেন টুটু, সহ গলাচিপা প্রেসক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিল্টন, সাংবাদিক, মু. জিল্লুর রহমান জুয়েল, শিশির রঞ্জন হাওলাদার সহ বিভিন্ন গণমাধ্যম বৃন্দ।

প্রধান অতিথি দিন ব্যাপি গলাচিপা উপজেলার উন্নয়ন কর্মসূচী পরিদর্শন করেন এবং বিভিন্ন সরকারি অফিস প্রাঙ্গণে ফলজ ও বনাজি গাছের চাড়া রোপন করার পাশাপাশি সবাই গাছ লাগানোর পরামর্শ দেন। এসময়ে তিনি নির্দিষ্ট দপ্তর গুলো পরিদর্শনে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং সকলের উদ্দেশ্যে বলেন, সু শৃঙ্খল কর্ম দক্ষতায় সকল কাজের স্বচ্ছতা প্রকাশ পায়” তাই নিজেকে স্বচ্ছতায় রেখে নিজের জীবন পরিবার, সমাজ এবং দেশের ভালোবাসা অটুট থাকলে’ই একটি সুস্থ ও সুন্দর সমাজ সৃষ্টি করা যায়।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.