
গলাচিপায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পাকাঁ ভবন নির্মাণ চেষ্টা !
বিশেষ সংবাদদাতাঃ মু. জিল্লুর রহমান জুয়েল:
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পাকাঁ ভবন নির্মাণ চেষ্টা, ঘটনাটি ঘটেছে পটুয়াখালীর গলাচিপা জেলার গোলখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শুহরী নিজচর গ্রামে।
মামলা সূত্রে জানা যায়,গত, ৭’ই জুলাই জেলা নং ২১ সি এস, ১১ নং খতিয়ানের নং ১৪২ নং দাগের ১.৩২ শত জমি নিয়ে বিরোধের জেরে গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের শুহরী নিজচর গ্রামের বাসিন্দা মৃতঃ খালেক মোল্লার ছেলে মোঃ শামীম মোল্লা (৩৫) ৬ জন সহ অজ্ঞাত ৮/১০ আসামী করে ১০ জুলাই ২০২৪ তারিখে গলাচিপা বিজ্ঞ নির্বাহী ম্যাজিট্রেট আদালতে একটি মামলা দ্বায়ের করেন যার এমপি,নং ৩২৮/২০২৪।
নাম উল্লেখ কৃত আসামীরা হলেন, এক’ই উপজেলার ডাকুয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত: আরমান গাজীর ছেলে মোঃ মোস্তফা গাজী, মোঃ জালাল গাজী, আনোয়ার গাজী, হাই গাজী ও গোলখালী ইউনিয়নের শুহরী দ্বিতীয় কন্ড গ্রানের পিতা: মৃত আবুল হোসেন আকন এর ছেলে মোঃ হারুন ও মোঃ হাবিব আকন।
বিজ্ঞ আদালত গত ১০’ জুলাই ২০২৪ ইং উপরে তফসিল বর্ণীত সম্পত্তিতে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য উভয় পক্ষকে আগামি ৬’ই নভেম্বর ২০২৪ইং পরবর্তী হাজি হওয়ার তারিখ পর্যন্ত ১৪৪/৪৫ ফৌজদারি কার্যবিধি মোতাবেক নিষেধাজ্ঞা জারি করেন।
নিষেধাজ্ঞা অমান্য করে বিবাদীরা সহ সঙ্ঘবদ্ধ দুষ্কৃতকারিরা মিলে গত ১৩’ জুলাই শনিবার রাতের আধাঁরে উপরে উল্লেখিত ১৪২ নং দাগের সম্পত্তিতে পাকাঁ ভবন নির্মাণের চেষ্টা করে। এসময়ে বাদী শামীম খবর পেয়ে বিষয়টি গলাচিপা থানা পুলিশ’কে অবহিত করে। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশের এক কর্মকর্তা বিরোধীয় সম্পত্তিতে পাকাঁ ভবন নির্মাণ কাজ বন্ধ করে দেন।