কোটা’র আঘাত
কোটা’র আঘাত
কবি জামাল
‘কোটা ‘ তুমি কি সোনার হরিণ ছিলে
জানা ছিলো না এতো দিন
তোমাকে সরাতে কত যে বাধা
বিপত্তি রয়েছে সীমাহীন।
এক দেশেতে বাঁচলেও তুমি
বৈসাদৃশ্যতো বটে
বিবেক নামক অদৃশ্য মন
জলাঞ্জলিতেই ঘটে।
কোটা’র আঘাত সইবে কে আর
ছাড় দিবেই বা কে
সুযোগ সাহেব সবাই খোঁজে
পাইলে রাজা সে।
আজ কোটা নামের শব্দাস্ত্র
জ্বালিয়ে দিচ্ছে জাতি
বিশ্বের বুকে ধিক্কার নিচ্ছে
হারিয়ে যাচ্ছে খ্যাতি।
দাঙ্গামাতে জড়িয়ে মরছে
জাগ্রত সব আলো
দেশ জাতির ধ্বংস হচ্ছে
কার কিবা রইলো।
শিক্ষার মান রাস্তায় ঝরে
অকাতরে মরে লাশ
হায়রে জাতি কোথায় আমরা
এ কেমন সর্বনাশ।
একই সাথের দলাদলি ভাই
একই যুগের রথ
কার্যভেদে লোভের তাড়ায়
ভিন্নমতের পথ।
ধরছে কারে মারছে কারে
নাইরে কোনো হুশ
স্বার্থের টানে আঘাত হানে
সর্বনাশা মানুষ।
আজকে এমন রক্তের খেলা
কালকে আবার কি
কার জন্য করছো এমন
মাথায় রাখো কি?
জীবন তোমার শুদ্ধ নহে
ওহে নোংরা বীর
সুশিক্ষাকে আঁকঢ়ে ধরো
সদায় নুইয়ে শির।
শিক্ষায় কবু দলাদলি নয়
শিক্ষায় নেই রক্ত
সহানুভূতি থাকবে সদা
হবেনা হৃদয় শক্ত।