সবার কথা বলে

নোয়াখালী সদর উপজেলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

0 89

নোয়াখালী সদর উপজেলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ।

মোঃএনায়েত হোসেন
নোয়াখালী প্রতিনিধি:

কৃষিই সমৃদ্ধি,এই স্লোগানকে সামনে রেখে নোয়াখালী সদর উপজেলায় প্রণোদনা /পূনর্বাসন কর্মসূচির আওতায় প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ ও সার সহায়তা বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা ভাইসচেয়ারম্যান মোহাম্মদ ইয়াসিন আলম রকি,উপজেলা কৃষি অফিসার মোঃ মোশরেফুল হাসান

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধিনে সদর উপজেলা পরিষদের সামনে কৃষকদের মাঝে এই বিতরণ অনুষ্ঠিত হয়।এসময় উপজেলা ভাইসচেয়ারম্যান মোহাম্মদ ইয়াসিন আলম বলেন,আপনারা যারা বিনামূল্যে বীজ বা,সার পেয়েছেন এগুলো কেউ বিনা টাকাই পেয়েছেন বলে অবহেলা করে ফেলে দিবেন না।আপনি যদি চাষ না করেন তাহলে আপনার আশপাশে যে সকল গরীব কৃষক রয়েছে তাদেরকে দিয়ে দেন,তাহলে তারা ভালো করে জমিতে এই ধান গুলো চাষ করে ভালো ফসল ঘরে তুলতে পারবে বলে আমার বিশ্বাস।

এছাড়াও প্রতিটি কৃষকের হাতে ডিএপি ১০কেজি,এমওপি ১০ কেজি,রোপা আমনের বীজ ৫ কেজি করে দেয়া হয়।

এদিকে কৃষকদের হাতে বীজ ও সার বিতরণ শেষে কৃষকদের উদ্দেশ্যে উপজেলা কৃষি অফিসার বলেন,বাংলাদেশ সরকার আপনাদের বিনামূল্যে ধানের বীজ সার দিচ্ছে আপনার এগুলো সুন্দরভাবে জমিকে উর্বর করে চাষাবাদ করলে ভালো ফসল পাবেন ইনশাআল্লাহ।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.