
ঐক্যবদ্ধ ভাবে রাজপথে থেকে কাজ করার আহবান জানান-শেখ মোহাম্মদ আজহার।
এম এ জব্বার – সংবাদের পাতা:
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ধ্বংসাত্মক পরিস্থিতির কথা উল্লেখ করে,ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ সমাজকল্যাণ সম্পাদক, শেখ মোহাম্মদ আজহার এর নেতৃত্বে, শনিবার ২৭জুলাই শ্যামপুর থানাধীন পোস্তগোলা তার রাজনৈতিক কার্যালয়ে, আওয়ামীলীগের দলীয় নেতাকর্মীদের নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়ে থাকে।
এসময় শ্যামপুর, কদমতলী থানাধীন আওয়ামীলীগের নেতাকর্মীরা উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় নেতাকর্মীরা একে একে তাদের মূল্যবান বক্তব্য রাখেন।
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে এবং ধ্বংসাত্মক পরিস্থিতির কথা উল্লেখ করে, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক, শেখ মোহাম্মদ আজহার ঘটনার তিব্র নিন্দা ও প্রতিবাদ ব্যক্ত করেন।
পাশাপাশি তিনি দলীয় নেতাকর্মীদের প্রতি কোলাহল ভুলে গিয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার ও রাজপথে থাকার আহবান জানান তিনি।