সবার কথা বলে

তিন মাস না যেতেই গৃহবধুর র হ স্য জনক মৃ ত্য 

0 60
সৈয়দপুরে বিয়ের তিন মাস না যেতেই গৃহবধুর রহস্য জনক মৃত্যুর অভিযোগ উঠেছে 
মোঃ মাসুদুর রহমান নীলফামারী প্রতিনিধিঃ 
নীলফামারীর সৈয়দপুরে গোয়ালপাড়ায় ২৯ জুলাই (সোমবার)  দুপুর ১ টার সময় ফাতেমা ফেরদৌসী মেধা (১৯) নামে এক নববধুর রহস্যজনক মৃর্ত্যুর খবর পাওয়া গেছে।  নিহত গৃহবধু মেধার পিতার নাম ফেরদৌস আলম, বাড়ি মুরাদপাড়া রংপুর।
নববধু ফাতেমা ফেরদৌসী মেধার স্বামী আমান(২০) পিতা কলিম হোসেন লিটন জানান,  আজ সকালে কাপড় ধুয়ে মেলে দিতে গেলে,  হঠাৎ অসুস্হ হয়ে পড়ে।  তাকে অসুস্হ অবস্হায় সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃর্ত্যু ঘোষনা করেন।।  স্বামী আমান জানান তার স্ত্রী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
এদিকে এলাকাবাসীর সুত্রে জানা যায়, বিয়ের পর থেকে প্রতিনিয়ত ঝগড়া বিবাদ লেগে থাকত। বিধায় মেধা অনত্র ঘরভাড়া নিয়ে স্বামীর সাথে সংসার করতে চাইলে এরই জের ধরে তার শাশুড়ী তাকে বেদম প্রহার করে। এবং এতেই মেধার রহস্যজনক মৃর্ত্যু হয় বলে জানা যায়। একই মহল্লায় বসবাসকারী ছেলের মামী বেশ কয়েকবার পারিবারিকরভাবে তাদের ঝগড়া মিমাংসা করে দেন বলে জানান।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহা আলমের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে জানা যায়, তদন্ত সাপেক্ষে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে ।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.