0 141

সৈয়দপুরে আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
মোঃ মাসুদুর রহমান – (নীলফামারী) প্রতিনিধিঃ
শিক্ষার্থীদের আন্দোলনের আড়ালে জামায়াত-বিএনপির নাশকতা, নৈরাজ্য ও নিরীহ মানুষ হত্যার প্রতিবাদে নীলফামারীর সৈয়দপুরে প্রতিবাদ বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় সৈয়দপুর উপজেলা ও পৌর আওয়ামী লীগের ব্যানারে ওই বিক্ষোভ মিছিল বের করা হয়।
এদিন সন্ধ্যায় শহরের শহীদ তুলশীরাম সড়কে স্থানীয় আওয়ামী লীগের কার্যালয় থেকে দলীয় নেতাকর্মীদের বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণকালে মিছিলকারীরা অপশক্তি জামায়াত-শিবির নিষিদ্ধসহ বিএনপি-জামায়াতের নাশকতা ও নৈরাজ্যের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেয়া হয়। মিছিল শেষে শহরের দিনাজপুর সড়ক মোড়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রকৌশলী রাশেদুজ্জামান রাশেদ। এতে বক্তব্য বলেন, সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন, সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আকতার জাহান, পৌর আওয়ামী লীগের রফিকুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, নীলফামারী জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সৈয়দপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মহসিন মন্ডল মিঠু, সৈয়দপুর উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুস সবুর আলম, আ’লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান জিকো আহমেদ ও পৌর ছাত্রলীগের সভাপতি সিফাত সরকার সহ প্রমুখ।
সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো মহসিনুল হক বলেন, আমরা শহীদ পরিবারের সন্তান হয়েও সরকারের কাছে যে সুযোগ সুবিধা পাইনা। অথচ ক্যাম্পে বসবাসকারী উর্দুভাষী আপনারা সরকারের অনেক সুযোগ সুবিধা ভোগ করছেন। ফ্রি বিদ্যুৎ ব্যবহার করছেন। বিভিন্ন এনজিও থেকে সাহায্য পাচ্ছেন। তারপরও স্বাধীনতার এত বছর পরও আটকে পড়া উর্দুভাষীরা ক্যাম্পের অনেক মানুষজন পুলিশকে মেরেছেন,পুলিশ বক্সে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছেন, বঙ্গবন্ধুর মূর্যাল ভাংচুর করেছেন। বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি অবমাননা করেছেন, যা ভিডিও ফুটেজ- আমরা দেখতে পেয়েছি। তাই সবাইকে সতর্ক থাকতে হবে।
এছাড়া সমাবেশে অনান্য বক্তারা শিক্ষার্থীদের আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে জামায়াত-বিএনপি নাশকতার মাধ্যমে দেশের সম্পদ ধ্বংস করেছে। তারা নৈরাজ্য সৃষ্টি করে দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। বক্তারা স্বাধীনতা বিরোধী জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবি জানান। একই সঙ্গে সৈয়দপুর সহ দেশজুড়ে নাশকতা ও নৈরাজ্য সৃষ্টিকারীদের গ্রেপ্তারসহ দ্রুত বিচার ও শাস্তির দাবি জানানো হয় প্রতিবাদ সমাবেশ থেকে।