0 52

সৈয়দপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মত বিনিময় সভা
মোঃ মাসুদুর রহমান – নীলফামারী প্রতিনিধিঃ
ভরবো মাছে মোদের দেশ-গড়বো স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্যে ৩০ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত মৎস্য সপ্তাহ-২০২৪ উপলক্ষে সারাদেশের ন্যায় নীলফামারীর সৈয়দপুরে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ের উদ্যোগে মঙ্গলবার (৩০ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ হলরুমে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রম বিষয়ে স্থানীয় মৎস্যচাষী, সংবাদকর্মীসহ সূধীজনদের নিয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় মৎস্য সপ্তাহ উপলক্ষে সৈয়দপুরের মাছ চাষের বিভিন্ন কার্যক্রম, বছরে মাছের চাহিদা, ঘাটতি, মাছচাষে উৎপাদন বাড়ানোসহ বিভিন্ন বিষয় নিয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মুস্তারিনা আফরোজ। সভায় এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার শারমিন সুলতানাসহ অন্যান্য কর্মকর্তারা।৩১ শে জুলাই দ্বিতীয় দিনে মৎস্য আলোচনা সভায় উপস্থিত ছিলেন নীলফামারী জেলার ০৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সিদ্দিকুল আলম সিদ্দীক, সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াদ আরফান সরকার, ভাইস চেয়ারম্যান মহসিন মন্ডল মিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম লাকি সহ বিভিন্ন কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দগণ।
উল্লেখ্য, মৎস্য সপ্তাহ উপলক্ষে কর্মসূচীর মধ্যে ১ম দিন ছিল ব্যানার, ফেস্টুন ও মাইকিং এর মাধ্যমে প্রচারণা, ২য় দিন রয়েছে উপজেলা পরিষদের পুকুরে পোনামাছ আবমুক্তকরণ ও উদ্বোধনী অনুষ্ঠান, ৩য় দিন রয়েছে সংশ্লিষ্ট সকল অংশিজনের নিয়ে মৎস্য সম্পদের স্থায়ীত্বশীল এবং সর্বোত্তম ব্যবহার বিষয়ে মত বিনিময়, ৪র্থ দিন রয়েছে নিরাপদ প্রাণীজ আমিষের প্রধান উৎস্য হিসাবে মৎস্য খাতের টেকসই উন্নয়ন নিয়ে তরুণদের ভাবনা শীর্ষক মত বিনিময় সভা, ৫ম দিন রয়েছে উপজেলার গুরুত্বপূর্ণ এলাকার পুকুর/জলাশয়ের পানির ভৌত-রাসায়নিক গুণাগুন পরীক্ষা এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান, ৬ষ্ঠ দিন রয়েছে সুফলভোগীদের প্রশিক্ষণ/বিভিন্ন উপকরণ বিতরণ ও ৭ম দিন রয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ এর মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান।