সবার কথা বলে

স্বাধীন দেশের স্বাধীনতা

0 54
স্বাধীন দেশের স্বাধীনতা
কবি জামাল

শত বুলেটের আঘাত সয়েও
নত হয়নি তো শির
রক্ত বিলিয়ে কবরে শুয়েও
জয় আনলো বীর।

স্বাধীন দেশে নতুন করে
আনলো স্বাধীনতা
ছাত্র সমাজ গর্জে উঠে
ভাঙ্গলো পরাধীনতা।

ভয় নেই তো মাগো তোমার
ভয় নেই তো আর
তোমার ছেলেরা জয় আনতে
লাগেনা অস্ত্র আর।

সাঈদ, মুগ্ধ  আরো কত শত
মরেছে ছাত্র বীর
তাদের তরে লাখো কোটি শ্রদ্ধা
জানাই নুইয়ে শীর।

যারা দিয়েছে তাজা রক্ত
হারিয়েছে জীবন মান
তাদের তরে গাইবো আমরা
নতুন স্বাধীন গান।

সালাম জানাই তোমাদের ভাই
আছো যারা এখনো
তোমাদের নিজ ত্যাগের কথা
জাতি ভুলবেনা কখনো।

সভ্যতাকে ফিরিয়ে আনবে
সাজাবে তোমরা দেশ
চেয়ে আছে জাতি তোমাদের দিকে
জালিম যেন হয় শেষ।

আসিফ, নাহিদ, সারজিস সহ
বীর সেনা ভাই সবাই
জয়ধ্বনি তোমাদের আজ
তোমাদের স্যালুট জানাই।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.