সবার কথা বলে

দ্রব্য মুল্য নিয়ন্ত্রণ, ট্রাফিক নিয়ম বাধ্য করণ ও পরিচ্ছন্নতার কাজে ফের শিক্ষার্থীরা

0 117

দ্রব্য মুল্য নিয়ন্ত্রণ, ট্রাফিক নিয়ম বাধ্য করণ ও পরিচ্ছন্নতার কাজে ফের শিক্ষার্থীরা।

মো জামাল উদ্দিন – সংবাদের পাতা:

দ্রব্য মূল্যের লাগামহীন উর্ধ্ব গতি নিয়ন্ত্রণে ছাত্র সমাজ মাঠে নামেন, সেই সাথে ট্রাফিট আইন যেন সকলে শ্রদ্ধার সাথে মেনে চলে দেশকে দুর্ঘটনা রোধ করে একটি শান্তিপূর্ণ দেশ উপহার দেওয়া যায় সেভাবেই নিরলস কাজ করে যাচ্ছেন সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র জনতা। সাথে প্রতিটি জনবহুল স্থান গুলো পরিস্কার করে সৌন্দর্যের তাক লাগিয়ে দিচ্ছেন যেন সাধারণ জনগণ ও দায়িত্বশীল ব্যাক্তিদের।

ছাত্রদের কার্যক্রমের ধারাবাহিকতায় গত শুক্রবার ও শনিবার (০৯/০৮/২০২৪ ও ১০/০৮/২০২৪) দুইদিন চট্টগ্রাম এর বৃহত্তর উপজেলা মিরসরাই এর মিঠাছরা বাজার এলাকায় পরিচ্ছন্নতার পাশাপাশি গাড়ি নিয়ন্ত্রণ ও বাজারে পণ্যের দাম নিয়ন্ত্রণ তদারকি করছেন এলাকায় বিভিন্ন কলেজের,মাধ্যমিক বিদ্যলায়ের শিক্ষার্থীরা।তাদের সাথে আছে এলাকার সাধারণ ব্যাবসায়ী গন্যমান্য ব্যাক্তিবর্গ। এবং নেতৃত্ব দিচ্ছেন বিভিন্ন শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া কিছু শিক্ষার্থী যার অত্র এলাকাতেই বেড়ে উঠেন।।এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার্থে তারা খুবই তৎপর।

তাদের নেতৃত্বদানকারীদের সাথে কথা বলে জানা যায়, তারা এই কার্যক্রম অব্যহত রাখবেন যতদিন এলাকায় দূর্ণীতিমুক্ত না হয়। তারা সদা প্রস্তুত নিজ এলাকায় যে কোনো সহিংসতা এড়াতে,দুর্ণীতিমুক্ত করতে এবং সাধারণ মানুষের কষ্ট নিরসনে।

তারা এটাও বলেন বৃষ্টিকে উপেক্ষা করে শিক্ষার্থীরা এমনিতে নেমে আসেন নাই।তাদেরকে আসতে বাধ্য করছে কিছু অসাধু ব্যাবসায়ী ও কুচক্রী মহল। তারা এটাও পরিস্কার করে বলেছেন, যে তাদের কার্যক্রম চালাতে কারো থেকে কোনো চাঁদা বা অর্থ নিচ্ছেন না। তারা নিজ উদ্যেগেই মানবিক স্বার্থে এসব কাজ করছেন।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.