সবার কথা বলে

বিপুল পরিমান অস্ত্র ও গুলি উ দ্ধা র করেছে আনসার ও ভিডিপি

0 77

সোনাইমুড়ী থানার লুন্ঠনকৃত বিপুল পরিমান অস্ত্র ও গুলি উদ্ধার করেছে আনসার ও ভিডিপি।

একেএম মহিউদ্দিন – সংবাদের পাতাঃ

সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধিঃ গত ৫ আগস্ট সোনাইমুড়ী থানা থেকে লুন্ঠিত বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করেছে আনসার ও ভিডিপি।

গত ২ দিন থেকে সোনাইমুড়ী এলাকার বিভিন্ন স্থান থেকে উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে পিস্তল ২টি, চায়না রাইফেল ১ টি, গ্যাসগান ২টি, পিস্তলের বুলেট ১১টি, চায়না রাইফেলের বুলেট ৬৩৬ টি, রাবার বুলেট ৩৫টি, সিসা বুলেট ২টি, ম্যাগজিন ২টি, হ্যান্ডকাপ ২সেট।

এ সময় উপস্থিত ছিলেন লক্ষিপুর জেলা ১৮ আনসার ব্যাটালিয়ান পরিচালক ও নোয়াখালী জেলা কমান্ডেন্ট (অতিঃ দাঃ) রোকসানা বেগম, সদর উপজেলা আনসার ও ভিডিপির কর্মকর্তা রাজিব হোসাইন,সোনাইমুড়ী উপজেলা আনসার ও ভিডিপির কর্মকর্তা উম্মে সালমা, উপজেলা প্রশিক্ষক নুরুল আলম, ওয়ার্ড দলনেতা সাখাওয়াত হোসেন সহ ভিডিপি ও আনসার ব্যাটালিয়ান সদস্যবৃন্দ।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.