
শেখ হাসিনার বিচারের দাবিতে গলাচিপায় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল সভা।
মু.জিল্লুর রহমান জুয়েল – সংবাদের পাতা:
বিগত আওয়ামী লীগ সরকারের বিদায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানা, সন্ত্রাস, হত্যা,গুম, অর্থ লুট, সহ বিএনপি সহ সারা দেশের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়রানি সহ ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের হুকুমদাতা শেখ হাসিনা সহ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ সকলের বিচারের দাবিতে গতকাল বুধবার বেলা ১১ টায় বিএনপি’র কার্যালয় থেকে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের, নেতাকর্মীরা গলাচিপা শহরে এক বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা বিএনপি অফিসে এক সমাবেশ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বিএনপি একাংশের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ সোহরাব হোসেন মিয়া। বক্তব্য রাখেন সাবেক দপ্তর সম্পাদক মোঃ আব্দুল সোবাহান, বিএনপির ত্যাগী নেতা ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম খান, যুবদল নেতা আশীষ কুমার সাহা,পৌর কাউন্সিলর মোঃ শাহাবুদ্দিন, শ্রমিক দলের মোঃ শহীদ, ছাত্রদল নেতা মোঃ ইমরান,স্বেচ্ছাসেবক দলের নেতা আবু সাঈদ, ও যুবদল নেতা মহিবুল ইসলাম টিপু প্রমুখ। বক্তারা অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ও স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে অপরাধীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানান।