
জাজিরায় বঙ্গবন্ধুর শাহাদৎ বার্ষিকীতে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ।
শরীয়তপুর প্রতিনিধি – সংবাদের পাতা:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯ তম মৃত্যু বার্ষিকী পালন করেছে শরীয়তপুরের জাজিরা উপজেলা আওয়ামী লীগ। ওই অনুষ্ঠানের আলোচনা সভায় কয়েকশত নেতা-কর্মী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নিয়েছেন। আলোচনা সভা শেষে ঢাকা-শরীয়তপুর সড়কে জাজিরার টিএন্ডটি মোড়ে শোক রেলি করা হয়। বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে জাজিরায় শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মোবারক আলী সিকদারের বাড়িতে তারই নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম নুরুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোবারক আলী সিকদার,জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম আমিনুল ইসলাম রতন, জাজিরা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবু তালেব চৌকিদার, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ফাহাদ হোসেন তপু প্রমূখ।
সভায় বক্তরা বলেন, স্বাধীনতা বিরোধী চক্র ও বিদেশী শক্তি মিলে ষড়যন্ত্র করে শেখ হাসিনাকে দেশ ত্যাগে বাধ্য করেছে। উপস্থিত নেতা কর্মিরা আলোচনা সভায় শপথ নেন গনতন্ত্রিক পন্থায় সংগ্রাম করে সকলে ঐক্যবদ্ধ থেকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনবেন। এই দুর্যোগ মুহুর্তে তারা দেশের মানুষের পাশে থাকারও শপথ নেন।
তারা আরও বলেন, মুক্তিযুদ্ধের মহানায়কের স্মৃতি মুছে ফেলার জন্য ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িটি আগুন দিয়ে ধ্বংস করা কেমন গনতন্ত্র? আমরা বঙ্গবন্ধুর মৃত্যু বার্ষিকীতে একত্রিত হয়ে শোককে শক্তিতে রুপ দিতে চাই। আমরা মাঠ পর্যায় থেকে আন্দোলন গড়ে তুলব। গনতন্ত্র উদ্ধারের আন্দোলন করে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনব। নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে এটা আমাদের বিশ্বাস। শেখ হাসিনাই আমাদের নেতা। তিনিই আমাদের নেতৃত্ব দিয়ে সংগঠিত করবেন।
আলোচনা শেষে ঢাকা-শরীয়তপুর সড়কে শোক রেলি বের করা হয়।