সবার কথা বলে

রাতের আঁধারে এক কৃষকের চায়ের গাছ কেটে দিল দু র্বৃ ত্তরা

0 58

বালিয়াডাঙ্গীতে রাতের আঁধারে এক কৃষকের চায়ের গাছ কেটে দিল দুর্বৃত্তরা।

মোঃ সাইফুল ইসলাম-(বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও):

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সমির উদ্দিন নামে এক কৃষি উদ্যোক্তার ৮০ শতাংশ জমিতে লাগানো চা বাগান কেটে দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার (১১ আগস্ট) রাতে উপজেলার ১ নং পাড়িয়া ইউনিয়নের উওর নিটাল ডোবা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার নিটোল ডোবা গ্রামের মৃত আলিম উদ্দিন এর ছেলে সমির উদ্দিন অর্থের অভাবে বেশি লেখাপড়া করতে পারেনি কৃষি কাজে চা বাগানের উপর বিশেষ অভিজ্ঞতা থাকায় কৃষিকে পেশা হিসেবে বেছে নি। চার বছর আগে তিনি ৮০ শতাংশ জমিতে চায়ের বাগান লাগিয়েছিলেন। কিন্তু মঙ্গলবার রাতের আঁধারে তার চা বাগান কেটে দিয়েছে দুর্বৃত্তরা। ক্ষতিগ্রস্ত কৃষি উদ্যোক্তা সমির উদ্দিন বলেন, অর্থের অভাবে বেশি লেখাপড়া করতে পারিনি বলে আমি কৃষিকাজ করছি। আমার স্বপ্ন একজন সফল কৃষি উদ্যোক্তা হয়ে সমাজে কৃষকের উন্নয়ন ঘটানো। ফলজ গাছের পাশাপাশি আমার ক্রয় সূত্রে নেওয়া ৮০ শতক জমিতে চায়ের বাগান লাগিয়ে ছিলাম। তিনি বলেন, আমার সঙ্গে কারও কোনো শত্রুতা নেই। তবে হিংসাবশত কেউ শত্রুতা করেছে আমার বাগানের গাছের সঙ্গে। আমার সন্তানের মত তিলে তিলে গড়ে তোলা গাছ কেটে আমার প্রায় চার লক্ষাধিক টাকার ক্ষতি করেছে। মানসিকভাবে আমি অনেক কষ্ট পেয়েছি। এইভাবে চললে কৃষি আগাতে পারবে না। এদের চিহ্নিত করে শাস্তি দিতেই হবে।

সমির উদ্দিন এর ছেলে আলাল আক্তার বলেন, এলাকার কারও সঙ্গে আমাদের কোনো ধরনের ঝামেলা নেই। আমরা কৃষক মানুষ। সারা বছর চায়ের চাষ করে আমাদের দিন চলে। মনে হচ্ছে হিংসা করে আমার বাবার চা বাগানের এমন ক্ষতি করেছে কেউ।

এ বিষয়ে জানতে চাইলে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির জানান, চায়ের বাগান কাটার বিষয়ে একটি অভিযোগ পেয়েছি বিষয়টি পুলিশ খুব গুরুত্বের সঙ্গে দেখছে। কারা এর সঙ্গে জড়িত, তা আমরা খতিয়ে দেখছি।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.