এমদাদ মোটরসের টাকা আত্মসাৎদের অভিযোগ ডিলার হারুনের বিরুদ্ধে।
মুহাম্মদ জুবাইর - সংবাদের পাতা:
চট্টগ্রামের ফটিকছড়িতে এমদাদ মোটরস এর স্বত্বাধিকারী এমদাদ আলীর ডিলার হারুণ ছালেহীর বিরুদ্ধে প্রতিষ্ঠানটির প্রায় ৩৫ লক্ষ টাকা আত্মসাৎ করে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এর বিরুদ্ধে চট্টগ্রাম আদালতে মামলা চলমান।
জানা যায়- এমদাদ মোটরস ফটিকছড়িতে টিভিএস মোটরসাইকেল এর বড় একটি শো-রুম। ফটিকছড়ি বিবিরহাটের পাশাপাশি এ শো-রুমের তত্বাবধানে আরো কয়েকটি বাজারে উপ-শো রুম দেওয়া হয় এবং সেখানে ডিলার নিয়োগ করা হয়। তেমনি ভাবে ভূজপুর কাজিরহাট বাজারে এমদাদ মোটরস এর শো-রুমটিতে দায়িত্ব দেয়া হয় ওই এলাকার স্থানীয় হারুন ছালেহীকে।
এ ব্যাপারে অভিযোগকারী মো: এমদাদ উদ্দীন বলেন- আমি কাজিরহাটে হারুন ছালেহীকে টিভিএস এর একটি ডিলার দিই। কিন্তু সে বকেয়া দেয়া মোটরসাইকেল এর কিস্তি আদায় করে তা প্রধান শো রুমে জমা দিয়ে টাকা গুলো আত্মসাৎ করেছে। এছাড়াও সে কাজিরহাট শো রুমের নতুন মোটরসাইকেল বিক্রি করে সে টাকা প্রধান শো রুমে হিসাব না দিয়ে ‘নানান তালবাহানা শুরু করে। এক পর্যায়ে হারুন বকেয়া টাকা এবং মোটরসাইকেলের সম্পূর্ণ হিসাব মিলে প্রায় ৩৫ লক্ষ টাকার হিসাব দিতে না পেরে কাজিরহাটে শো-রুম বন্ধ রেখে বর্তমানে সে এখন পলাতক। এর বিরুদ্ধে আমি চট্টগ্রাম আদালতে মামলা দায়ের করেছি।
এ ব্যাপারে জানার জন্য অভিযুক্ত হারুন ছালেহীকে একাধিকবার ফোন দিলে তার ব্যবহৃত মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।