সবার কথা বলে

ক্ষতিগ্রস্ত সোনাইমুড়ী থানাকে আসবাবপত্র প্রদান

0 90

বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষতিগ্রস্ত সোনাইমুড়ী থানাকে আসবাবপত্র প্রদান।

একেএম মহিউদ্দিন – সংবাদের পাতা:

নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলা জামায়াতের উদ্যোগে শনিবার সকল ১১ ঘটিকায় প্রায় ১ লক্ষ টাকার আসবাবপত্র প্রদান করা হয়।

শনিবার সোনাইমুড়ী উপজেলা জামায়াতের আমীর ও ৩ নং চাষীরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হানিফ মোল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোঃ বখতিয়ার উদ্দিনের কাছে ওসির অফিসের জন্যে ২ সেট সোফা, ৬ টি চেয়ার, ১ টি ইজি চেয়ার ও ১ টি সিকিং ফ্যান প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন ওসি তদন্ত মোঃ সুদীপ্ত রেজা, জামায়াতে উপজেলা নায়েবে আমীর রহিম উল্যাহ বি এস সি, পৌরসভা আমীর আব্দুল মতিন।

আরো উপস্থিত ছিলেন সোনাইমুড়ী প্রেসক্লাবের সভাপতি বেলাল হোসেন ভুঁইয়া সাবেক সভাপতি সামছুল আরেফিন জাফর, সা যুগ্ন সাধারণ সম্পাদক ফজলুল হক জোটন,সাংবাদিক এ কে এম মহি উদ্দিন প্রমুখ।

উল্লেখ্য গত ৫ আগষ্ট সন্ধ্যার পর শত শত বিক্ষুব্ধ ছাত্র জনতা সোনাইমুড়ী থানায় হামলা চালায়ে অগ্নি সংযোগ করে এ সুযোগে দুঃষ্কৃতিকারীরা ব্যাপক লুটপাট চালায়। থানার অস্র শস্র কম্পিউটার, ল্যাপটপ,প্রয়োজনীয় সকল আসবাবপত্র লুটপাট করে নিয়ে যায়।পুলিশ বাধ্য হয়ে গুলি চালায় এতে ৪ সাধারণ মানুষ ও ২ জন পুলিশ মারা যায়। সোনাইমুড়ী উপজেলা জামায়াতের আমীর হানিফ মোল্লা সরকারের কাছে সোনাইমুড়ী থানাকে দ্রুত সময়ে প্রয়োজনীয় আসবাবপত্র,জনবল প্রদান,ও যুগোপযোগী করে মেরামতের জোর দাবী জানান।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.