শরীয়তপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
শরীয়তপুর প্রতিনিধি-সংবাদের পাতা:
শরীয়তপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (১৯ আগস্ট ২০২৪) সকালে শরীয়তপুর সরকারি কলেজের সামনে জেলা স্বেচ্ছাসেবক দলের কার্যালয়ে কেককাটা অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শরীয়তপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমিনুর রহমান আমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোজাম্মেল মাদবরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি আঃ মান্নান মাদবর।
বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি মোফাজ্জেল ফকির, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল খান, যুগ্ম সাধারণ সম্পাদক বিএম মহিউদ্দিন বাদল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক ভিপি রুহুল আমীন মুন্সী, যুগ্ম আহবায়ক জিএস খলিলুর রহমান খান।
এসময় উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক ওয়ালী উল্লাহ খান, বর্তমান সি. সহ-সভাপতি কাজল আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মাসুদ, সাংগঠনিক সম্পাদক নিজাম মাদবর, সদর উপজেলার আহবায়ক মেম্বার মিজানুর রহমান ঢালী, সদস্য সচিব সুমন আকন, যুগ্ম আহবায়ক আঃ সালাম মাঝী, ফারুক বেপারী, মেহেদী মাদবর, বাবুল হাওলাদার, পৌরসভার আহবায়ক রতন হাওলাদার, সদস্য সচিব আব্দুল মান্নান মুন্না, যুগ্ম আহবায়ক আল-আমিন সহ স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন, সদর উপজেলা যুবদলের সভাপতি রুহুল আমিন বেপারী, পৌরসভার সাধারণ সম্পাদক নুরুজ্জামান বেপারী, জেলা জাসাসের সাবেক সহ-সভাপতি মনির খান, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রিংকু তালুকদার, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা আজহার মৃধা, আবু হোসেন, কবির, তুহিন খান, নিজাম ফকির, যুবদল নেতা জামাল ঢালী, ছাত্রনেতা আফজাল, বাবু, জনি, তাজমুল মাঝি প্রমূখ।