
ভেদরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
শরীয়তপুর প্রতিনিধি – মোঃ মতিউর রহমান:
শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার (২০ আগস্ট ২০২৪) বিকালে ভেদরগঞ্জ উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে কেককাটা অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও উপজেলায় একটি বর্ণাঢ্য রেলী বের হয়।
শরীয়তপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোজাম্মেল মাদবর প্রধান বক্তা হিসেবে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
ভেদরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সেলিম হাওলাদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেম্বার কামাল হোসেন রাড়ী’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ভেদরগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি হাজী আবুল হাসেম ঢালী। বিশেষ অতিথি ছিলেন, ভেদরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বি.এম মোস্তাফিজ (মোস্তফা)।
সম্মানিত অতিথি ছিলেন, ভেদরগঞ্জ উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ফারুক তালুকদার, পৌরসভার সভাপতি এস্কান্দার ছৈয়াল, সাধারণ সম্পাদক মিজান তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি উজ্জ্বল ভূইয়া, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সভাপতি খোকন মাঝি, সাধারণ সম্পাদক মনোয়ার বাবুর্চি, উপজেলার সাংগঠনিক সম্পাদক সুমন দালাল।
এসময় অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নান্নু বাবুর্চি, যুগ্ম আহবায়ক ইদ্রিস তালুকদার, পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলম চৌকিদার, সাধারণ সম্পাদক সায়েদ হাওলাদার, যুগ্ম আহবায়ক সেকান্দার তালুকদার, উপজেলার বর্তমান প্রচার সম্পাদক আঃ মালেক মোল্লা, ছয়গাও ইউনিয়ন সাধারণ সম্পাদক মেম্বার ইসমাইল পালোয়ান, উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল মৃধা, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল সরদার, ইতালি প্রবাসী বিএনপি নেতা আলাউদ্দিন ফকির,