সুন্দর বাংলাদেশ প্রকাশিত: আগ ২৬, ২০২৪ 0 47 Share সুন্দর বাংলাদেশ মোঃ সৈয়দুল ইসলাম হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিষ্টান গাই বিজয়ের গান, দেশের প্রতি আছে সবারই ভালোবাসার টান। বৈষম্য আর ভেদাভেদ ভুলে, একই পতাকাতলে, অধিকার আদায়ে ন্যায়ের পক্ষে ছুটবো দলেদলে। আমরা বাঙালি স্বাধীন জাতি ধর্ম বর্ণ ভুলে, শির উঁচিয়ে চলবো সদা পতাকা হাতে তুলে। আমরাই ভাঙবো কালোবাজারি দুর্নীতির কালো হাত, তবেই দেশে বিরাজ করবে শান্তি দিবা-রাত। স্বৈরাচারী জালেম শাসক করে দেবো নিঃশেষ, মিলেমিশে গড়বো একটি সুন্দর বাংলাদেশ।