
বিশিষ্ট জনদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামী মতিঝিল থানার মতবিনিময় সভা অনুষ্ঠিত।
একেএম মহিউদ্দিন – সংবাদের পাতা:
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহতদের রুহের মাগফিরাত কামনা ও গণঅভ্যুত্থান পরবর্তী সামাজিক সুরক্ষার প্রয়াসে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদক মুক্ত মতিঝিল গড়ার লক্ষ্যে কমলাপুর ও গোপীবাগ এলাকার স্থানীয় বিশিষ্ট জনদের নিয়ে মতবিনিময় ও দোয়া অনুষ্ঠান ২৬ আগষ্ট রোজ সোমবার বিকাল ৫.৩০ টায় মতিঝিল কিচেন ইয়ার্ড রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় ও দোয়া অনুষ্ঠানটি থানা সেক্রেটারি মোঃ খলিলুর রহমানের সঞ্চালনায় ও মতিঝিল (পূর্ব)থানা আমির মুহা. নুর উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিনের নায়েবে আমির আব্দুস সবুর ফকির বিশেষ অতিথি ছিলেন, মহানগরীর কর্মপরিষদ সিরাজুল ইসলাম এছাড়াও থানার সেক্রেটারিয়েট সদস্য ও ওয়ার্ড সভাপতিবৃন্দ সহ মতিঝিলের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন এই দেশের মানুষের আস্থার যায়গা হচ্ছে জামায়াতে ইসলামী এতএব ঘুষ দুর্নীতিমুক্ত সমাজ ঘটনে জামায়াতে ইসলামীর সাথে থাকুন।