সবার কথা বলে

ইউপি চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্র জনতা ও এলাকাবাসী

0 62
ইউপি চেয়ারম্যান আলম আলীর পদত্যাগের দাবিতে শরীফপুরে বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্র জনতা ও এলাকাবাসী।
মোঃ এমদাদুল হক 
জামালপুর জেলা প্রতিনিধি:
  
জামালপুর সদর উপজেলার ২ নং শরীফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলম আলীর পদত্যাগের দাবিতে দফায় দফায় বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্র জনতা।    এলাকাবাসী জানান, স্বৈরশাসক শেখ হাসিনর মদদপুষ্ট বিনা ভোটে গঠিত হয়েছে এই চেয়ারম্যান। তার বিরুদ্ধে  বিভিন্ন অনিয়ম, অত্যচার, নানা অপকর্মের অভিযোগ করেন এলাকাবাসী। বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন,   আলম আলী বি জি এফ কার্ড থেকে শুরু করে টিসিবি পন্য বিতরণ, বয়স্কভাতা, বিধবা ভাতা, শিশুভাতা বিভিন্ন  বরাদ্দ টাকা বিনিময়ে এলাকার আওয়ামী মনা বিত্তবান ও প্রভাবশালী নেতা কর্মীর নামে করে দিতেন।
এসব কাজের কেউ কোন করতে পারতো না। কেউ প্রতিবাদ  করলে তার নামে মামলা করে দিত। এলাকায় নারি কেলংকার সহ  বিভিন্ন  মামলায় জড়িয়ে লোকজনকে হয়রানির করতো। আবার হুমকি দামকি দিয়ে তাদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিতেন। তার নামে নারী অপহরণ মামলার অভিযোগ আছে বলে ও জানা যায়। আলমের  ব্যাপারে কথা বলতে গেলে কয়েকজন ইউনিয়ন পরিষদের  সদস্য জানান, আলম আলী সরকারি বরাদ্দের কোনো কিছুই  সঠিক ভাবে বিতরণ করতেন না। তিনি নিজেই সব হাতিয়ে নিতেন পাওয়ার খাটিয়ে। এতে করে সদস্যরা তাদের নির্বাচনী এলাকায় গরীব দুঃখীদের মাঝে সরকারি বরাদ্দের কিছুই সঠিক ভাবে বিতরণ করতে পারতেন না।  যার ফলে এলাকাবাসী আমাদের প্রতি ক্ষুদ্ধ।
এ ছাড়া বিক্ষোভকারী জনতা মাঝে কয়েকজনকে প্রশৃন করা হলে তারা জানায়, এলাকায় ভিন্ন মতাদর্শের রাজনৈতিক  কর্মীদের মামলা দিয়ে হয়রানি করতেন। এদিকে পরিষদে বিভিন্ন প্রয়োজনে এলাকাবাসী চেয়ারম্যান না পেয়ে তারা সঠিক সেবা পাচ্ছে না।
এ ব্যাপারে পরিষদের সচীবকে  জিজ্ঞেস  করা হলে তিনি বলেন আমি এখানে নতুন এসেছি বিস্তারিত কিছু বলতে পারবো না।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.