সবার কথা বলে

বালিয়াডাঙ্গীতে বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

0 59
বালিয়াডাঙ্গীতে বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মোঃ সাইফুল ইসলাম – ঠাকুরগাঁও প্রতিনিধি:
সারা দেশের ন্যায় বালিয়াডাঙ্গীতে বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ও জরুরি সভার আয়োজন করেছিল বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি।
দেশের চলমান পরিস্থিতি বিবেচনা করে আলচনা সভায় দলীয় নেতাকর্মীদের কোনো ধরনের অন্যায়ের সঙ্গে জড়িত না হতে আহ্বান জানানো হয়। রবিবার (১ সেপ্টেম্বর) বিকেলে বলিয়াডাঙ্গী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও জরুরি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন।
সভায় বিএনপি নেতারা বলেন, কোনো চাঁদাবাজ বা নাশকতার সঙ্গে বিএনপির কোনো নেতার সম্পৃক্ততা থাকলে তাকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হবে। এমন কোনো কাজ করা যাবে না যা জনগণের আস্থা নষ্ট করে। জনসম্পৃক্ত থেকে জনগণের আস্থা অর্জন ও তা অক্ষুণ্ণ রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট সৈয়দ আলমের সভাপতিত্বে
এসময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সদস্য ও ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য জেড মূর্তুজা চৌধুরী তুলা,জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক পয়গাম আলী,সাংগঠনক সম্পাদক আবু হায়াত নুরুন্নবী, বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ড.টিএম মাহাবুবর রহমান, সাবেক সাধারণ সম্পাদক এ্যাভোকেট ইউসুফ আলী, যুগ্ম সম্পাদক এ্যাডভোকেট জিল্লুর রহমান, সাংগঠনিক সম্পাদক খোরসেদ আলম, দপ্তর সম্পাদক মকবুল হোসেন, উপজেলা বিএনপির প্রায়ত সভাপতি রাজিউর রহমান চৌধুরীর একমাত্র ছেলে মহিবুল আলম অয়ন, কৃষকদলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সভাপতি দবিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, তাঁতীদলের সভাপতি আব্দুর রাজ্জাক, সেচ্ছা সেবকদলের সভাপতি জুলফিকার আলী, যুবদলের নেতা আব্দুল কাদের, মিজানুর রহমান মিজানসহ ইউনিয়ন পর্যায়ের নেতা- হাবিবুল্লাহ বাবু, এসএম সফিকুল ইসলাম, জুলফিকার আলী জিল্লুর, অবাক,ওয়াহিদুজ্জামান, আইয়ুব আলী, শাহিন আলম, রাসেল প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা জাসাস’র সভাপতি হারুন অর রশিদ। এসময় জেলা বিএনপির অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, উপজেলা বিএনপির সহ সভাপতি ফয়জুল ইসলাম হিরু, উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে বৈষম্য ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থীদের স্মরণে বিএনপি’র মরহুম নেতাকর্মীদের স্মরণে ও দেশেবাসীর শান্তির জন্য মঙ্গল কামনায় দোঁয়া পাঠ করান উপজেলা ওলেমা দলের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা হাসান আলী।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.