
রাজধানীর জুরাইনে সড়ক দূর্ঘটনায় এক পথচারী মহিলা নি হ ত।
বিশেষ সংবাদদাতা – সংবাদের পাতা:
রাজধানীর জুরাইনে সড়ক দূর্ঘটনায় এক পথচারী মহিলা নিহত। আজ বুধবার বিকেল পাঁচটায় শ্যামপুর থানাধীন জুরাইন রেল গেইট সংলগ্ন জুরাইন ট্রাফিক পুলিশ বক্সের সামনে এ দূর্ঘটনা ঘটে। বাস চাপায় নিহত মহিলা জোছনা বেগম (৬০) বলে জানাযায়, দূর্ঘটনাকিত বাস ও চালক কে আটক করে পরে সাধারণ শিক্ষার্থী ও জনতা চাকলক কে জুরাইন পুলিশ বক্সে নিয়ে যায়, এমতাবস্থায় বাসটিতে ভাংচুর করে বিক্ষুব্ধ জনতা।
দক্ষিণ অঞ্চল গামী ঢাকা মাওয়া সড়কের ঢাকা বরিশাল রোটের সুগন্ধা নামক বাসটি রাজধানীর প্রবেশ মুখ জুরাইনে এলে রাস্তা পারাপার করা অবস্থায় ওই মহিলাকে চাপা দেয়। ফলে ঘটনা স্থানেই মারা যায় পথচারী মহিলা জোছনা।
সে শ্যামপুর থানাধীন পশ্চিম জুরাইনের মুন্সি বাড়ির পাইপ রাস্তার একটি বাড়িতে থাকতো বলে জানাযায়।
নিহত মহিলার নাতি সম্রাট জানায়, আমার নানি জুরাইন বিক্রমপুর প্লাজায় যাচ্ছিলো সে সময় দ্রুতগতি সুগন্ধা নামক একটি বাস এসে (ঢাকা মেট্রো ব- ১৫৮১৫৩) আমার নানিকে চাপা দেয়। এমতাবস্থায় আমার নানির লাশটি ঘন্টা পার হলেও গাড়ির নিচ থেকে উদ্ধার করা হয়নি।
প্রত্যক্ষদর্শী এক পথচারী মো: মিজানুর রহমান মিজান জানান মহিলাটি একটি বাচ্চা নিয়ে রাস্তা পার হচ্ছিল, এসময় হঠাৎ বাচ্চাটি পিছনে চলে যায় কিন্তু মহিলাটি বাসায় চাপায পৃষ্ঠ হয়ে যায় বলে জানান মিজান।
এ ব্যাপারে আটককৃত বাস চালাক সাব্বির (২৭) জানান তিনি সুগন্ধা নামক এই বাসটি দুই বছর যাবৎ চালিয়ে আসছে কিন্তু কখনো এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটেনি বলে স্বীকার করেন। তার বাড়ি বরিশালের বাবুগঞ্জের আদরপুর ইউনিয়নে। তিনি আরো বলেন, পথচারী মহিলাটি গাড়ির ডান পাশ দিয়ে যাওয়ায় আমি তাকে দেখিনি এমতাবস্থায় আমার গাড়ির চাকায় পৃষ্ঠ হয়ে যায় মহিলাটি।
এ বিষয় শ্যামপুর মডের থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে থানায় আনা হইছে তার আত্মীয় স্বজনদের উপর নির্ভর করছে লাশের ময়না তদন্ত।