সংস্থা কর্তৃক পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি পদ বাতিলে দাবি।
বিশেষ সংবাদদাতা - সংবাদের পাতা:
বেসরকারি সব স্কুল-কলেজে এডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি পদ এখন বহাল রেখে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের নোটিশ করে দিয়েছেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মহোদয়।
নোটিশে লেখা আছে ২০২৪ এর ৬৩ অনুযায়ী সংস্থা কর্তৃক পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি পদ বহাল থাকবে। অনুসন্ধানের দেখা গেছে শিক্ষা প্রতিষ্ঠান এমপিও করে দিয়েছেন সরকার, প্রতি মাসে বেতন নিতে হেনস্তার শিকার হচ্ছে হাজার হাজার শিক্ষক কর্মচারী। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং কমিটির সভাপতি পদ হাতিয়ে নিয়েছেন আওয়ামী লীগ ও সরকারের কিছু আমলাদের নাম, নিয়োগ বাণিজ্য সহ প্রতিষ্ঠানের আয়ের টাকা বেশি ভাগ সভাপতির পকেটে , ক্ষমতা অপব্যবহারের করে উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে অনেকে নাম মাত্র সংস্থা বের করে বছরের পর বছর শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি পদ হাতিয়ে টাকা কামানোর রাস্তা বের করেছে। শিক্ষাবিদ প্রফেসর মোঃ আব্দুল হামিদ খান সরকার নাম মাত্র সংস্থা কর্তৃক পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি পদ বাতিল করে সকল শিক্ষা প্রতিষ্ঠানে এডহক কমিটির সভাপতি করার জন্য দাবি করেন।