
শ্রমিকের অধিকারের লক্ষ্যে জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন করেন, সাব – কন্ট্রাক্টার এসোসিয়েশন, ঢাকা।
এম এ জব্বার – সংবাদের পাতা:
বাংলাদেশ বিভিন্ন সময় দেখা যায় শ্রমিকের অধিকার আদায়ের লক্ষ্যে অনেক সংগঠন শ্রমিকের অধিকার লক্ষ্যে কাজ করে থাকেন।
আজ শনিবার ৭সেপ্টেম্বর সকাল ১০ টার সময়, জাতীয় প্রেসক্লাব ঢাকা প্রাঙ্গণে, শ্রমিকের অধিকারের লক্ষ্যে, সাব – কন্ট্রাক্টার এসোসিয়েশন ঢাকা, মানববন্ধন কর্মসূচি পালন করে থাকেন।
এসময় মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, সভাপতি – সাব কন্ট্রাক্টার এসোসিয়েশন, ঢাকা – মোঃ আব্দুর রহিম, সাধারণ সম্পাদক – সাব কন্ট্রাক্টার এসোসিয়েশন, ঢাকা – মোঃ ফারুক, সিঃ সহ-সভাপতি – সাব কন্ট্রাক্টার এসোসিয়েশন ঢাকা – মোঃ মনজুরুল ইসলাম, সিঃ সহ-সভাপতি – সাব কন্ট্রাক্টার এসোসিয়েশন ঢাকা – মোঃ মোশারফ হোসেন ও অনান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে গণমাধ্যমের উপস্থিতিতে, সাব – কন্ট্রাক্টার এসোসিয়েশন, ঢাকা – শ্রমিকের অধিকারের লক্ষ্যে বিভিন্ন দাবি তুলে ধরেন, তারা জানান, প্রত্যেক ডেভেলপার কোম্পানির শ্রমিকের সেফটি বাধ্যতামূলক রাখতে হবে। সেফটি না থাকায় কোন শ্রমিক মারা গেলে ১৫ লক্ষ্য টাকা ক্ষতিপূরণ ও দাফন-কাফন করার ব্যবস্থা করতে হবে। নির্মাণ শ্রমিকের টাকা উত্তোলনে আইনী সহযোগীতা দিতে হবে এবং চাঁদাবাজি বন্ধ করতে হবে বলে তারা ব্যক্ত প্রকাশ করেন মানববন্ধনে।