সবার কথা বলে

আ.লীগের সাবেক এমপির বাড়ির গেটের নৌকা উধাও

0 32

সরকার পতনের পর আ.লীগের সাবেক এমপির বাড়ির গেটের নৌকা উধাও

ডেস্ক রিপোর্ট – সংবাদের পাতা:

প্রয়াত সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা একাব্বর হোসেন ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্তর বাসার প্রধান ফটকের উপর স্থাপিত রড সিমেন্ট দিয়ে তৈরি নৌকাটি উধাও হয়ে গেছে।

গত এক সপ্তাহ ধরে সামাজিক যোগযোগমাধ্যম ফেসবুকে বিষয়টি প্রচার হলে স্থানীয়দের মধ্যে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

জানা গেছে, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের চারবারের প্রয়াত সংসদ সদস্য ও উপজেলা আ.লীগের সভাপতি একাব্বর হোসেন প্রায় এক যুগ আগে মির্জাপুর বাজারস্থ তার বাসার প্রধান ফটকের উপরে কংক্রিটের তৈরি একটি নৌকা স্থাপন করেন। ২০২১ সালে তিনি মারা যাওয়ার পর ২০২২ সালের সম্মেলনে তার একমাত্র পুত্র ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মনোনিত হন এবং ২০২৪ সালে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার সর্বাত্মক আন্দোলনের মুখে গত ৫ আগস্ট আ.লীগ সরকারের পতন হয়। সরকার পতনের পর দেশের বিভিন্ন এলাকার মতো মির্জাপুরে আ.লীগের রাজনীতিতে ব্যাপক পরিবর্তন হয়। মামলার আসামি হয়ে সাবেক এমপি, উপজেলা আ.লীগের সভাপতি, সম্পাদকসহ দলের শীর্ষস্থানীয় নেতারা চলে যান আত্মগোপনে। উপজেলা আ.লীগের কার্যালয় হয়ে গেছে ফাস্টফুডের দোকান।

সবচেয়ে অবাক করার মত পরিবর্তন এসেছে প্রয়াত সংসদ সদস্য একাব্বর হোসেন এবং বর্তমান উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক তাহরীম হোসেন সীমান্তর বাসায়। বাসার প্রধান ফটকের উপরের কংক্রিটের তৈরি স্থাপিত নৌকাটি হঠাৎ উধাও হয়ে গেছে।

এ ব্যাপারে নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন আ.লীগ নেতা বলেন, রাজনীতিতে ঝড়ঝাপটা থাকবেই। পরিবেশ পরিস্থিতি পরিবর্তনের সাথে সাথে নেতাদের মধ্যে দলীয় চেতনা এতটা লোপ পায় তা তাহরীম হোসেন সীমান্তর বাসার প্রধান ফটকের উপর স্থাপিত নৌকা উধাও হওয়ার ঘটনাতেই বোঝা যায়।

বিষয়টি জানতে উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্তর মুঠোফোনে একাধিকবার কল করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।

এ ব্যাপারে উপজেলা আ.লীগের সভাপতি মীর শরীফ মাহমুদের সাথে যোগযোগ করা হলে তিনি বলেন, ফেসবুকের মাধ্যমে বিষয়টি জানতে পারলাম। এটি রীতিমত অবাক করার মত। এ ব্যাপারে কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছি।’

সূত্রঃ ঢাকা টাইমস

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.