সবার কথা বলে

উন্নয়নের নামে লক্ষ লক্ষ কোটি টাকার দূর্নীতি – জাহাঙ্গীর সেলিম 

0 75

উন্নয়নের নামে লক্ষ লক্ষ কোটি টাকার দূর্নীতি – জাহাঙ্গীর সেলিম 

মোঃ এমদাদুল হক – সংবাদের পাতা:

উন্নয়নের নামে লক্ষ লক্ষ কোটি টাকার দূর্নীতি করেছে সাবেক স্বৈরশাসক। ৯ সেপ্টেম্বর সোমবার বেলা ১১ঃ০০টার সময় জামালপুর পৌরসভার ফৌজদারী  মোড় সংলগ্ন ব্রহ্মপুত্র নদের তীরে( বাপা) বাংলাদেশ পরিবেশ আন্দোলন জামালপুর জেলা শাখা কতৃক এক মানব বন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

পল্লীকন্ঠ প্রতিদিন জামালপুর এর নির্বাহী  সম্পাদক ও মানবতা ফোরামের চেয়ারম্যান এম এইচ মজনু মোল্লার সভাপতিত্বে বাপা জামালপুর জেলা শাখা সাধারণ সম্পাদক মোঃ এনামুল হক অনুষ্ঠান  সঞ্চালনা করেন। সভায় বিভিন্ন পেশাজীবির মানুষ  বক্তব্য রাখেন। এতে প্রধান বক্তা মোঃ জাহাঙ্গীর সেলিম বিশিষ্ট মানবাধিকার, ও গণমাধ্যম কর্মী তার বক্তব্যে বলেন, উন্নয়নের নামে সারাদেশে লুটতরাজ ও দূর্ণীতির রাজ্য কায়েম করা হয়েছে, লক্ষ লক্ষ কোটি টাকার দূর্নীতি করেছে। জামালপুরে মীর্জা আজম ও সাবেক মেয়র ছানু সাংস্কৃতিক পল্লী ও রিক্রিয়েশন  ক্লাবের নামে গড়ে তুলেছে মদ ও জোয়ার আসর। সাধারণ জনগণের মতে আধুনিকতার নামে রিক্রিয়েশন ক্লাবকে আধুনিক বেশ্যালয়ে পরিণত করেছিল। এটা সাধারণ জনগণ মেনে নিতে পারে না। তারা এর পরিবর্তে উন্নয়নমুখী কারখানা গড়ে তোলার দাবি করেন। বিশেষ বক্তা বিশিষ্ট  শিক্ষাবিদ  ও রাজনীতি বিূদ জে এস ডি জামালপুর জেলা  শাখার সভাপতি অধ্যাপক আমির উদ্দীন বলেন, সাবেক স্বৈরশাসক শেখহাসিনা দেশ ও দেশের স্বাশন ব্যাবস্থাকে জনবিমুখী করে তুলেছিল। জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে মিলিয়ন, বিলিয়ন কোটি টাকার দূর্নীতির রাজ্য কায়েম করেছিল। তারা ব্রহ্মপুত্র নদ সহ সকল নদ নদী মেরে ফেলা, নদী পরিবেশকে ধ্বংস করার যে পরিকল্পনা করেছে, বিশ্ববিদ্যালয় স্থাপনের নামে নদী ভরাট করেছে, মানুষের কাছ থেকে জমি লিখে নিয়েছে এসব দ্রুত বন্ধ করার দাবি জানান। রাস্তা সংস্কারের নামে বৃক্ষনিধন করেছে বলে ও উল্লেখ করেন। বক্তব্য শেষে সকলে ডিসি জামালপুর মহোদয়ের হাতে একটি স্বারক লিপি হস্তান্তর করেন। এবং আর যাতে বৃক্ষ নিধন না হয়, জোর জবর দস্তি যাদের জমি দখল করা হয়েছে সেকল জমি প্রকৃত মালিকে ফেরত দেওয়ার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এসময় জাহাঙ্গীর সেলিম উপদেষ্টা বাপা জামালপুর , সাধারণ সম্পাদক এনামুল হক, উপদেষ্টা এম এইচ মজনু মোল্লা, সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন ই – প্রেসক্লাব এর কেন্দ্রীয় সদস্য  শফিকুল ইসলাম আজাদ খান, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ এমদাদুল হক আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন ই -প্রেসক্লাব জামালপুর এর সাংগঠনিক সম্পাদক উপস্থিত ছিলেন।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.