0 87

সকল ওলামা মাশায়েখ ঐক্যবদ্ধ হন, ঐক্যের বিকল্প নেই-মাওলানা আবুল কাশেম।
মোঃ এমদাদুল হক – সংবাদের পাতা:
জামালপুর জেলার সকল ওলামা মা শায়েখ এক হন, ঐক্যের কোন বিকল্প নাই ১১ সেপ্টেম্বর সকাল ১১ঃ০০ টায় জামালপুর মডেল মসজিদ প্রাঙ্গণে জামালপুর জেলা ওলামা ঐক্য পরিষদের সভাপতি মাওলানা আবুল কাশেম এর সভাপতিত্বে জামালপুর জেলা হেফাজতে ইসলামের কমিটি গঠন বিষয়ে এক মত বিনিময় সভায় মাওলানা আবুল কাশেম সাহেব সকল ওলামা মাশায়েখ একতা বদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সকল ওলামা মাশায়েখদের সাথে নিয়ে জামালপুরে হেফাজতে ইসলামের কমিটি গঠন করতে চাই। বমরা সবাই ভাই ভাই সবার মাঝে ঐক্য চাই। তিনি আরও বলেন আমাকে বাদ দিয়েও যদি ঐক্যের ভিত্তিতে কমিটি গঠন করা হয়, আমার কোন আপত্তি থাকবে না।
অপরদিকে অন্যান্য বক্তারা বলেন, “জামালপুরে মাওলানা আবুল কাশেম সাহেবকে ছাড়া হেফাজতে ইসলামের কমিটি গঠন হতে পারে না “। কারণ তিনি ওলামা মাশায়েখদের বিপদ আপদে এগিয়ে আসেন, হেফাজতে ইসলামের শাপলা চত্বরে আন্দোলন সংগ্রামের সময় তার নামে মামলা হামলা হয়েছে।
মাওঃ মাহবুবুর রহমান (সাকি) ও মাওঃ ইমাম হুসাইন এর সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, মোঃ ইব্রাহীম (ষ্টেশন বাজার নূরানী ও হাফেজীয়া মাদ্রাসা)। হামদ্ ও নাত পাঠ করেন, রাঈম মাহতাসীম ও শহিদুল ইসলাম (ষ্টেশন বাজার নূরানী ও হাফেজীয়া মাদ্রাসা)।
উক্ত মত বিনিময় সভায় বক্তব্য রাখেন ওলামায়ে ঐক্য পরিষদের সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাওলানা মেরাজুর রহমান (পীর সাহেব জামালপুরী), মাওলানা শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক, (উলামা ঐক্য পরিষদ জামালপুর জেলা শাখা), মুফতি হামিদুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক (উলামায়ে ঐক্য পরিষদ, জামালপুর জেলা), মাওলানা মশিউর রহমান খান আজাদী, সভাপতি জামালপুর সদর থানা, হাফেজ মাওলানা হারুনুর রশিদ (সরিষাবাড়ী প্রতিনিধি), মুফতি মুখলেসুর রহমান জমির (দেওয়ানগঞ্জ প্রতিনিধি), মুফতি শোয়াইব আহমেদ, (মেলান্দহ প্রতিনিধি), মাওলানা মাহদী হাসান (বকশীগঞ্জ প্রতিনিধি), মুফতি মনিরুল ইসলাম (ইসলামপুর প্রতিনিধি), মাওলানা কাজী আমিনুল ইসলাম (ফতোয়া বিষয়ক সম্পাদক), মুফতি সাঈদ আহমদ, মুফতি জুবায়ের হোসেন সহ বিভিন্ন থানা, জেলা ও অন্যান্য নেতৃবৃন্দ বক্তৃতা রাখেন।
বিভিন্ন বক্তাদের বক্তব্যের দাবি হলো জেলার সকল উলামায়ে কেরাম গণের উপস্থিতি এবং অংশগ্রহণের মাধ্যমেই জামালপুর জেলা হেফাজতে ইসলাম-এর কমিটি গঠন হবে এবং তা হবে মাওলানা আবুল কাশেম সাহেবের নেতৃত্বে।
অনুষ্ঠান শেষে মনিকা ডাঙ্গা মাদ্রাসার মুহতামিম ও শাইখুল হাদিস মাওলানা মাহবুবুর রহমান দোয়া পরিচালনা করেন।