সবার কথা বলে

জামালপুরে লোকাল ট্রেনে আ গু ন 

0 67

জামালপুরে লোকাল ট্রেনে আ গু ন 

মোঃ এমদাদুল হক – সংবাদের পাতা:

মায়মেনসিংহ থেকে আসা দেওয়ানগঞ্জ গামী ২৫০৩ নং ট্রেনে জামালপুর  রেলওয়ে জংশনে পৌঁছার আগেই আগুন ধরে। ১৩ সেপ্টেম্বর ২০২৪ ইং রোজ শুক্রবার ২৫০৩ লোকাল ট্রেন ময়মনসিংহ থেকে জামালপুর যাওয়ার পথে জামালপুর রেলওয়ে জংশনে পৌঁছার আগেই ইঞ্জিনে আগুন ধরে যায়। জামালপুর ফায়ার স্টেশন অফিসার রবিউল ইসলাম ও কর্তব্য রত পুলিশ  সাংবাদিকদের জানান ইঞ্জিনের উত্তপ্তার কারণে এমনটি ঘটতে পারে। আগুন লাগার ঘটনা আনুমানিক সময় বিকাল ৬ঃ০০টায় ট্রেনটি জামালপুর রেলওয়ে জংশন এ পৌঁছার কিছুক্ষণ আগে এঘটনা ঘটে বলে জানিয়েছেন  কর্ব্যরত পুলিশ। ট্রেনটি জামালপুর রেলওয়ে জংশনন  পরে ফায়ার স্টেশন খবর পেয়ে দ্রত চলে আসে এবং আগুন নিভাতে সক্ষম হয়েছে।

তবে উপস্থিত জনতার ভাষ্যমতে ফায়ার স্টেশনের কর্মীদের পাশাপাশি স্হানীয় ও উপস্থিত মানুষের সহযোগিতায় খুব অল্প সময়ের মধ্যে আগুন নিভানো সম্ভব হয়েছে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.