ছবি-সংগ্রহীত
পুলিশ হত্যা ও থানায় লুটপাটের ঘটনায় মামলা হবে: ডিএমপি কমিশনার
ডেস্ক রিপোর্ট – সংবাদের পাতা:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সারা দেশে পুলিশ হত্যা ও থানাগুলোতে লুটপাটের ঘটনায় মামলা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. মাইনুল হাসান।
রবিবার সকালে ডিএমপি সদর দপ্তরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ক্র্যাব) সদস্যদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, ‘ক্রিমিনাল ইভেন্ট কখনো তামাদি হয় না। পুলিশ হত্যা এবং থানায় লুটপাটের ঘটনায়ও মামলা হবে।’
গণহারে মামলা ও এজাহারের বিষয়ে তিনি বলেন, ‘এজাহারে নাম থাকলেই গ্রেপ্তার করতে হবে বিষয়টা এ রকম না। কালেকটিভ তদন্ত করে তারপর ব্যবস্থা নেওয়া হবে। সেভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। তদন্ত করে সব মামলায় ব্যবস্থা নেওয়া হবে।’
সূত্র: ঢাকা টাইমস