সবার কথা বলে

পায়রায় ভূমি ক্ষতিগ্রস্তদের ৭ দফা দাবিতে মানববন্ধন ৭২ ঘন্টার আল্টিমেটাম

0 58

পটুয়াখালীর পায়রায় ভূমি ক্ষতিগ্রস্তদের ৭ দফা দাবিতে মানববন্ধন ৭২ ঘন্টার আল্টিমেটাম।

মু. জিল্লুর রহমান জুয়েল – সংবাদের পাতা:

পটুয়াখালীর কলাপাড়ায় ১৩২০ পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের সরকার কতৃক প্রতিশ্রুতি বাস্তবায়ন না করায় ও প্রজেক্টে দূর্নীতির বিরুদ্ধে ঘন্টাব্যাপী মানববন্ধন করেছে বসতভিটা হারানো ১৩০ পরিবারের সদস্যরা।

স্থানীয় প্রতিনিধির পাঠানো তথ্যে জানা যায়, ১৭ সেপ্টেম্বর বুধবার সকাল ১১ টায় স্বপ্নের ঠিকানা বাংলাদেশ চায়না টেকনিক্যাল ইনিস্টিউটের প্রাঙ্গনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য আলম গাজী, নাঈম হাওলাদার, জামাল মৃধা, বাইজিদ মৃধা প্রমুখ।

মানববন্ধন থেকে কোটায় নয় অগ্রাধিকার ভিত্তিতে যোগ্যতা অনুযায়ী ১৩০ পরিবার থেকে নূন্যতম একজনকে বিসিপিসিএল কোম্পানিতে সরাসরি স্থায়ী চাকুরী, উক্ত তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদিত বিদ্যুতের প্রতি ইউনিট বিক্রিয়ের শতকরা ০.০৩ পয়সা ক্ষতিগ্রস্থ ১৩০ পরিবারকে দেওয়ার কথা ছিল সেটা বুঝিয়ে দেয়ার দাবী জানান। এছাড়া পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে অধিগ্রহণে মূল্যের চেয়ে তিনগুন টাকা দেওয়ার কথা থাকিলে কর্তৃপক্ষ দের গুণ টাকা দেয় বাকি দেরগুণ টাকা সকল ভূমি দাতাদের বুঝিয়ে দিতে হবে। স্বপ্নের ঠিকানা আবাসন প্রকল্পের সবাইকে স্থায়ী দলিল আগামী অক্টোবর মাসের মধ্যে দিতে হবে। দূর্নীতির সাথে জড়িত প্রজেক্ট এম ডি এ এম খোরশেদুল আলম ওপিডি শাহ আব্দুল মাওলা হেলাল কে পদত্যাগ করতে হবে ও প্রকল্পের উর্ধবতন কর্মকর্তাদের নিজস্ব আত্মীয় ও চুক্তিভিত্তিক নিয়োগকৃত সকল কর্মকর্তাদের বাতিল ও অপসারণ করতে হবে। ১৩০ পরিবারের জন্য বিশুদ্ধ খাবার পানীর টাংকি করে সাপ্লাইয়ের ব্যবস্থা দ্রুত সময়ের মধ্যে করতে হবে। সকল দাবী মেনে লিখিত স্টেটমেন্ট দেওয়ার ৭ দফা দাবি তোলেন আন্দোলনকারীরা। আগামী ৭২ ঘন্টার মধ্যে দাবীগুলো না মানিলে কঠোর আন্দোলনে যাওয়ার হুশিয়ারি দেন আন্দোলন কারীরা।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.