
বিবেকশূণ্য এই শহর
—মাহাবুবা লাকি
যা কিছু দেখার দেখেছি দু’চোখের ফাঁক দিয়ে
বৃদ্ধের গালে কিশোরের থাফফড়
তরুণী মেয়েকে দেখে শিশ দেয় সব্জী বিক্রেতা।
উন্নত শিক্ষা মানেই হালের আপডেট ফ্যাশন
অযোগ্যতাই নিত্তির পাল্লায় উঠে হাত নাড়ে
আর এদিকে ক্রমাগত ডিব হয়ে জমে উঠেছে
চাঁদাবাজি, দখল ও ইয়াবার পাহাড়।
দেখেছি পোষা ময়নাটির চোখে জ্বলছে
স্বার্থলোভের হিংস্র লাল পাথর।
বিস্মিত চোখ দেখে বাইক চালাচ্ছে যুবতী
নারীর ঠোঁট, ভাঙাচোরা হৃদয় ও নষ্ট দেহ।
কখনো সখনো কিশোরীর গর্ভে উশৃংখল যুবক
এঁটে দিচ্ছে বেওয়ারিশ বিয়ারিং এর পিনিয়ন।
ধর্ষিত কিশোরী কেঁপে কেঁপে হাঁটছে
একলা একাকী বিবেকশূন্য এই শহরে।
আবর্জনার ভাগাড়ে কুকুর কামড়াচ্ছে কুকুরের মাথা
তারই পাশে পলিথিনে কেঁদে ওঠে বেওয়ারিশ মানব শিশু।
মাহাবুবা লাকি
কবি।