সবার কথা বলে

আন্ত: সীমান্ত নদীতে বাংলাদেশের অধিকার আদায় শীর্ষক মানব বন্ধন-কর্মসূচি

0 103
জামালপুরে আন্ত: সীমান্ত নদীতে বাংলাদেশের অধিকার আদায় শীর্ষক মানব বন্ধন-কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মোঃ এমদাদুল হক – সংবাদের পাতা:
আজ রবিবার  সকাল ১১ টায় জামালপুর শেরপুর সংযোগ স্থাপনকারী ব্রহ্মপুত্র নদের উপর নির্মিত সেতুর উপর এক মানব বন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন এমএইচমজনু মোল্লা নির্বাহী সম্পাদক পল্লীকন্ঠ প্রতিদিন ও প্রধান উপদেষ্টা, বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা জামালপুর জেলা শাখা।
বক্তব্য রাখেন, শিক্ষার্থী ইছা আহমেদ এমদাদ মিলন, সহ-সাংগঠনিক সম্পাদক বাপা, জামালপুর।
ডা. মো. শফিকুল ইসলাম আজাদ খান, সাংগঠনিক সম্পাদক, বাপা, জামালপুর জেলা শাখা।
মশিউল আলম, বিশিষ্ট কলামিষ্ট, শামিমা বেগম রুবি, সাবেক কাউন্সিলর, মাহবুবুর রহমান মহব্বত, সাবেক চেয়ারম্যান, দিগপাইত ইউপি, মোঃ আমির উদ্দিন, বিশিষ্ট শিক্ষাবিদ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মোহাম্মদ এনামুল হক, প্রধান নির্বাহী এমপিকে। কিনোট উপস্থাপন করেন, তন্ময় ফারহান।
এসময় আয়োজনে আরো উপস্থিত ছিলেন, জামালপুরের বিশিষ্ট বিজ্ঞানী তৌহিদুল ইসলাম সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। মানব বন্ধন কর্মসূচি শেষে দ্বিতীয় অধিবেষনে  নদী পরিচ্ছন্নতার প্রতিকী কর্মসূচি পালন করা হয়েছে। এ কাজে বাংলাদেশ পরিবেশ আন্দোলন(বাপা) জামালপুর জেলা শাখা এর সকল নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.