সবার কথা বলে

শরীয়তপুরে ৭৫ দিনব্যাপি আনসার-ভিডিপি’র নকশি কাঁথা সেলাই প্রশিক্ষণ সম্পন্ন

0 32

শরীয়তপুরে ৭৫ দিনব্যাপি আনসার-ভিডিপি’র
নকশি কাঁথা সেলাই প্রশিক্ষণ সম্পন্ন।

শরীয়তপুর প্রতিনিধি-সংবাদের পাতা:

শরীয়তপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্টের কার্যালয়ে ৭৫ দিন মেয়াদী নারীদের আত্মকর্মসংস্থান সূষ্টিতে সেলাই, ফ্যাশন ডিজাইন (অতিরিক্ত নকশি কাঁথা তৈরী) সহ ভিডিপির সেলাই প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
রবিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে জেলা কমান্ড্যান্ট কার্যালয়ে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা সার্কেল এ্যাডজুট্যান্ট আব্দুল মান্নান মিয়ার সভাপতিত্বে ও সদর উপজেলা আনসার-ভিডিপির কর্মকর্তা নাসরিন সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা কমান্ড্যান্ট জাহাঙ্গীর আলম। শরীয়তপুরে ৩০ জন নারী প্রশিক্ষণার্থীকে ৭৫ দিন ব্যাপী এ প্রশিক্ষণ শেষে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে সেলাই মেশিন ও সনদ প্রদান করা হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে জাহাঙ্গীর আলম বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তায় সর্বত্র কাজ করে। চতুর্থ বারের মতো শরীয়তপুরে ৩০ জন নারী প্রশিক্ষণার্থীকে সেলাই, ফ্যাশন ডিজাইন (অতিরিক্ত নকশি কাঁথা তৈরী) প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণটি যারা পেয়েছে তারা এই জ্ঞানকে কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে। যারা একেবারেই আর্থিকভাবে অসচ্ছল, তারা আনসার ও ভিডিপি ব্যাংক থেকে সল্প সুদে নিজেই একজন সফল মানুষ হিসেবে সচ্ছল হতে পারবে। এই প্রশিক্ষণার্থীদের আর সমাজের বোঝা হয়ে থাকতে হবে না। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বাংলাদেশের সর্ববৃহৎ এ বাহিনীর সদস্যরা সর্বত্র ভূমিকা রেখে মানুষের কল্যাণে কাজ করবে।

এসময় ভেদরগঞ্জ উপজেলার আনসার- ভিডিপির কর্মকর্তা তাহমিনা আক্তার সহ আনসার বাহিনীর অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.