"আমরা"
মো.নজরুল ইসলাম
করব না
মহা মানবদের মহা ত্যাগের বর্ণনা
সবই তো জানে মালিকে রাব্বানা
কত উঁচু নিচু পথ মাড়িয়ে হয়েছি স্বাধীন
জানে আকাশ বাতাস ও জমিন।
শকুনেরা ওত পেতে আজও আছে
ছিঁড়তে মানচিত্র
রুখতে মোরা সজাগ দুপুর রাত্র
শপথ মোদের
থাকব মেহনতি মানুষের পাশে
বাংলা মায়ের আঁচল যেন হাসে।