
কবিতা : মানবজাতির মুক্তির দিশারী
লেখনী : খান তন্ময়
মরুর বুকে উঠলো ফুটে ফুটিলো এক ফুল
বিশ্ব মানবতার মুক্তির দূত এসেছিলেন সমগ্র মানবের তরে,
নিমেষেই দূর করেছিলেন সকল বাঁধা জঞ্জাল ভুল
যার গুণকীর্তন সমগ্র মুসলিম বিশ্বজুড়ে ঝরে।
আসুন নবীন প্রবীণ তথা
যুবক কিশোর জনতা,
সকল আবালবৃদ্ধবনিতা
গড়ে তুলি সম্প্রীতি একতা।
একযোগে আসুন সবাই মেনে চলি
আল-কুরআন আল্লাহর পবিত্র কালাম,
আজ সমগ্র বিশ্বজুড়ে পালিত হচ্ছে
ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
সমগ্র মানবজাতির মুক্তির দিশারী
একথা ভুলে যাবার নয়,
বিশ্ব মুসলিম উম্মাহ জুড়ে
যার নাম নিচ্ছে থেকে সব নির্ভয়।
সকল অপশক্তি অন্যায় অবিচার হোক
চিরতরে সব ক্ষয়,
সৌহার্দ্য, সম্প্রীতি, একতা,ভ্রাতৃত্ব, বন্ধুত্ব
ঘটুক সর্বত্র জয়।