সবার কথা বলে

গলাচিপায় রেমিট্যান্স যোদ্ধার বাড়ি দখল ও চাদাঁবাজির অভিযোগ

0 49

গলাচিপায় রেমিট্যান্স যোদ্ধার বাড়ি দখল ও চাদাঁবাজির অভিযোগ।

মু. জিল্লুর রহমান জুয়েল-সংবাদের পাতা:

পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের এক রেমিট্যান্স যোদ্ধার বাড়ি দখল ও চাদাঁবাজির অভিযোগ দিয়েছেন, ছোট শিবা গ্রামের রেমিট্যান্স যোদ্ধা হেলাল উদ্দিনের স্ত্রী ঝিনুক বেগম।

গলাচিপা সেনা ক্যাম্পে অভিযোগ সূত্র জানা যায়, স্থানীয় গ্রামবাসি মৃত হাবিব আকন এর চার ছেলে, সাখাওয়াত, তুহিন, রাসেল ও আওলাত, মৃত, লাল মিয়ার ছেলেবাহাদুর, মত, মতু প্যাদার ছেলে বাশার, মোঃ গিয়াস আকন এর দুই ছেলে নুরনবী ও জিহাদ, মৃত – ছত্তর আকনের ছেলে আনিচুর রহমান এবং হাদি আকন এর ছেলে মাসুম এলাকায় চাদাঁবাজি, সন্ত্রাসী ও দাঙ্গা হাঙ্গামাকারী। পূর্বে থেকে বিভিন্ন বিষয়ে বিরোধ চলে আসছে। গতকাল ২৫’সেপ্টেম্বর দিবাগত রাত প্রতিদিনের মতো আমার ছোলেকে নিয়ে ঘুমিয়ে পরি। হঠাৎ রাত আনুমানিক (১:১৫) সোয়া একটার দিকে, উপরে উল্লেখিত সন্ত্রাসীরা আমার ঘরের দরজা ধাক্কাধাক্কি করে খুলতে বলে, আমি অসহায় নারী হওয়ায় ভয়ে আতংকে থাকি, সন্ত্রাসীদের ভয়ে ঘরের জানালা খুলে দেখতে পাই সব’ই স্থানীয় সন্ত্রাসী ও দাঙ্গা হাঙ্গামাকরী আমার ঘরে সামে সিঁড়িতে এলো মেলো ভাবে বসে অশ্লীল ভাষায় গালাগাল ও দুই লাখ টাকা দাবী করে অন্যথায় বাড়ি ছেড়ে দেয়ার জন্য চাপ প্রয়োগ করে। কোন উপায় অন্ত না পেয়ে আশেপাশের আত্মীয় স্বজনদের মোবাইল ফোনে বিস্তারিত জানালে, তারা আমারকে উদ্ধার করতে আসলে সন্ত্রাসীরা তাদের উপরেও অশ্লীল ভাষায় গালাগালি ও দুই লাখ টাকা প্রস্তুত রাখার হুমকি, তা না হলে বাড়ি ছেড়েঁ দিতে হবে সন্ত্রাসীরা দাবী করে। এসময়ে আশেপাশের জনসাধারণ আসার টের পেয়ে বাড়িতে থেকে চলে যায়।

অভিযোগকারী ঝিনুক সাংবাদিকদের বলেন, আমি একজন অসহায় নারী এবং একজন রেমিট্যান্স যোদ্ধার পরিবার। আমার স্বামী ওমান রাষ্ট্রে অমানবিক পরিশ্রম করে আমাদের নিয়ে কোন রকম জীবন পরিচালনা করে আসছে। যা একধরণের মানবতার জীবন-যাপন। খেয়ে না খেয়ে জীবন পার করছি, আমার দুই ছেলে। বড় ছেলে অর্থের অভাবে বাউফল উপজেলায় বড় বোনের কাছে থেকে ৯’ম শ্রেনীতে লেখা পড়া করছে, আর ছোট ছেলেটাকে নিয়ে নিজ এলাকায় চর-অঞ্চলে মানবেতর জীবন-যাপন করেও স্থানীয় সন্ত্রাসীদের অত্যাচারে থাকতে পারছিনা। তিনি আরো বলেন, এদের বিষয়ে বহুবার বিচার শালিসী দিয়েও কোন লাভ হয়নাই, স্থানীয় পুলিশ ফাঁড়িতেও অভিযোগ দিয়েছিলাম, তাতেও কোন কাজ হয়নি। তাই বিগত দিনের আর চলমান ঘটনার দৃষ্টান্ত আইনী বিচার আমার পরিবারের জীবনের নিরাপত্তার দাবীতে ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপরে ন্যায় বিচারের দাবীতে গলাচিপা সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ দিয়েছি।

এবিষয়ে গলাচিপা উপজেলার সেনা ক্যাম্পে কোমান্ডার (মেজর) মুশফিক আল মুহিদ এর কাছে জানতে চাইলে, তিনি জানানা, চলামান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়োন্ত্রনে বাংলাদেশ সেনাবাহিনী এবং যৌথবাহিনী এক সাথে দেশ ব্যাপী সন্ত্রাসী দুঃস্কৃতিকারীদের দমনে অতন্দ্র প্রহরী হয়ে মাঠে আছে, অভিযোগের বিষয়ে আইনী প্রক্রিয়া চলামান রয়েছে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.