সবার কথা বলে

মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

0 64

মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা।

মোঃ মিরাজ শেখ – সংবাদের পাতা:

আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপন উপলক্ষে প্রতি বছরের মতো এবারো শ্রীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে পূজামণ্ডপসমূহে নিরাপত্তা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও প্রাসঙ্গিক বিষয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে শ্রীপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শ্রীপুর সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন শরীফ, শ্রীপুর থানার এসআই রাম সরকার, কাদিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব খান, সব্দালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পান্না খাতুন, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি মনোরঞ্জন সরকার, সাধারণ সম্পাদক রমেন্দ্রনাথ বিশ্বাস, শ্রীপুর উপজেলার ৮টি ইউনিয়নের সকল পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক,  সাংবাদিক এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে শ্রীপুর উপজেলায় শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে ব্যাপক পরিকল্পনা নেয়া হয়। প্রতিটি পূজামণ্ডপে নিজস্ব স্বেচ্ছাসেবক ছাড়াও পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক উপস্থিত থাকবেন। এছাড়াও সাদা পোশাকে ডিএসবি মাঠে কাজ করবে। প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন, নিজস্ব ব্যবস্থাপনায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখাসহ সকল পূজা উদযাপন কমিটিকে নির্দেশনা প্রদান করা হয়। জানা গেছে, উপজেলায় ১৩৫টি মণ্ডপে শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হবে। এবার ২ অক্টোবর শুভ মহালয়ার মধ্যবিয়ে শারদীয় দুর্গাপূজা শুরু, ৮ অক্টোবর সায়ংকালে দেবীর বোধন, ৯ অক্টোবর পূর্বাহ্নে মধ্য ষষ্ঠীপূজা, ১০ অক্টোবর পূর্বাহ্ন মধ্য সপ্তমী বিহিতপূজা, ১১অক্টোবর মধ্য অষ্টমী বিহিতপূজা, ১২ অক্টোবর মধ্য মহানবমী পূজা এবং ১৩ অক্টোবর দশমী বিহিত পূজায় বিসর্জন।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.