
মাগুরায় নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা
মোঃ মিরাজ শেখ – সংবাদের পাতা:
মাগুরার শ্রীপুরে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান,রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, সাংবাদিক, পেশাজীবী, ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বীর মুক্তিযোদ্ধাদের সাথে আলোচনা ও মতবিনিময় সভা করেছেন নবাগত জেলা প্রশাসক মো.অহিদুল ইসলাম। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে শ্রীপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভা শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভূমি কর্মকর্তা মোঃ মামুন শরীফ, শ্রীপুর থানার তদন্ত অফিসার ইনচার্জ গৌতম ঠাকুর,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল গণি,উপজেলা কৃষি অফিসার সালমা জাহান নিপা, শ্রীপুর উপজেলার সাবেক চেয়ারম্যান বদরুল আলম হিরো,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুন্সি রেজাউল করিম,সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান,উপজেলা জামায়াতের সভাপতি মোঃ ফখরুদ্দিন মিজান ও সাবেক ভাইস চেয়ারম্যান জামায়াত নেতা মোল্লা মিজানুর রহমানসহ অন্যান্যরা।
এ সময় বক্তারা গড়াই নদীর ভাঙন রোধ,অবৈধ দখল,বিভিন্ন বাজারের ড্রেনেজ ব্যবস্থা,অবৈধ ইটভাটায় কাঠ পুড়িয়ে পরিবেশ নষ্ট, অবৈধ চায়না দুয়ারী জাল বিক্রি বন্ধসহ বিভিন্ন বিষয়ে জেলা প্রশাসকরে হস্তক্ষেপ কামনা করেন। জেলা প্রশাসক মো.অহিদুল ইসলাম শ্রীপুর উপজেলার বিভিন্ন সমস্যা সম্ভাবনা ও উন্নয়নের বিষয়ে এক হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।